ব্রাজিলিয়ান তারকা নেইমার ও তার প্রেমিকা ব্রুনা বিয়াঙ্কার্ডি গত ৫ জুলাই পৃথিবীর মুখ দেখিয়েছেন তাদের দ্বিতীয় সন্তান ‘মেল’-কে। ফুটবল মাঠের তারকার জীবন এখন ব্যক্তিগত সাফল্যেও উজ্জ্বল। আর এই আনন্দঘন মুহূর্তে নেইমারকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
নেইমারের চার সন্তানের জন্য বিশেষভাবে তৈরি করা পিএসজির জার্সি উপহার হিসেবে পাঠিয়েছে ফরাসি ক্লাবটি। ইনস্টাগ্রামে এই হৃদয়স্পর্শী উপহারের ছবি শেয়ার করে নেইমার লিখেছেন, ধন্যবাদ পিএসজি।
নেইমারের বড় ছেলে দাভি লুকা জন্মগ্রহণ করে ২০১১ সালে, তার সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের গর্ভে। এরপর তিনি বর্তমান স্ত্রী ব্রুনার সঙ্গে কন্যাসন্তান মাভির জন্ম দেন।
অন্যদিকে, তার আরেক সন্তান মাভি, জন্মগ্রহণ করে আমান্ডা কিম্বারলির সঙ্গে সম্পর্ক থেকে। আর এবার নতুন অতিথি হিসেবে এসেছে ‘মেল’, যাকে ঘিরে এখন ভরপুর উচ্ছ্বাসে মেতে উঠেছে নেইমার পরিবার।
পিএসজির এমন আন্তরিক উপহার নিঃসন্দেহে নেইমারের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলেও ইনজুরির কারণে মাঠে তেমন প্রভাব ফেলতে পারেননি নেইমার। পরে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ফেরেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে।
আগামী ২৪ জুলাই ব্রাজিলিয়ান সেরি আ লিগে ইন্টারনাসিওনালের মুখোমুখি হবে সান্তোস। সেই ম্যাচেই আবার মাঠে দেখা যেতে পারে সদ্য চতুর্থ সন্তানের বাবা হওয়া নেইমারকে।
পারিবারিক আনন্দ আর সাবেক ক্লাবের সম্মাননা- দুয়ে মিলে এ মুহূর্তে যেন জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
এমকে/এসএন