রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। তাৎক্ষণিক হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে রক্তদানের জন্য আহ্বান জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী সাদিয়া আয়মান।
নিজের ফেসবুকে তৌসিফ লিখেছেন, যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।
সাদিয়া আয়মান লিখেছেন, উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে। ম্যাক্সিমাম ক্লাস ৬/৭ এর বাচ্চা। প্রচুর ব্লাড রিকুইজিশন আসছে। লুবানা হাসপাতাল, ইবনে সিনা, ক্রিসেন্ট হাসপাতাল। আপনারা যে যেভাবে পারেন ব্লাড এর জন্য আসেন।
এর আগে ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।
এমকে/এসএন