ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে মাঠে নামার আগে ইনজুরির মিছিল ভারতীয় শিবিরে। দুই ফাস্ট বোলার আর্শদীপ সিং ও আকাশ দীপের পর ইনজুরিতে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। বাঁ হাঁটুর এই চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।
গতকাল রোববার (২০ জুলাই) ইএসপিএন–ক্রিকইনফো জানিয়েছিল, জিমে অনুশীলনের সময় রেড্ডির চোট পাওয়ার বিষয়টি জানিয়েছিল। সোমবার (২১ জুলাই) সকালে বিসিসিআই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি সিরিজ থেকে ছিটকে গেছেন এবং দেশে ফিরে যাচ্ছেন।
সেই বিবৃতিতে বিসিসিআই আরও জানায়, বাঁহাতি পেসার অর্শদীপ সিং চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন। বেকেনহ্যামে নেট অনুশীলনের সময় বল করতে গিয়ে তার বাঁ হাতের আঙুলে আঘাত লাগে। বিসিসিআইয়ের মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করছে। বিকল্প হিসেবে দলে যোগ দিয়েছেন হরিয়ানার পেসার অংশুল কাম্বোজ।
ম্যানচেস্টারে বুধবার (২৩ জুলাই) থেকে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টটি শুরু হবে, এর ঠিক আগে রেড্ডির চোট ভারতের জন্য বড় ধাক্কা। এর মধ্যেই আরও এক পেসার, আকাশ দীপ চোটে ভুগছেন এবং তার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই সব কিছুই ঘটছে এমন এক সময়, যখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে জাসপ্রীত বুমরাহকে পাঁচ টেস্টের সিরিজে মাত্র তিনটি ম্যাচে খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের। বুমরাহ এই সিরিজের প্রথম ও তৃতীয় টেস্টটি খেলেছেন এবং ভারতের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওল্ড ট্র্যাফোর্ডে তাকে খেলানোর কথা তারা ভাবছেন, কারণ তৃতীয় ও চতুর্থ টেস্টের মধ্যে আটদিনের বিরতি রয়েছে।
লিডসে সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না রেড্ডি। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেন এই অলরাউন্ডার। বার্মিংহামে তিনি খুব একটা প্রভাব ফেলতে পারেননি, ব্যাট হাতে মাত্র ২ রান এবং ৬ ওভার বল করেও ছিলেন উইকেটশূন্য। তবে লর্ডসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি, প্রথম ইনিংসে এক ওভারে দুই ওপেনার-বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে ফিরিয়ে দেন এবং দ্বিতীয় ইনিংসেও ক্রলিকে ফেরান। ব্যাট হাতে খেলেছিলেন ৩০ ও ১৩ রানের ইনিংস।
চতুর্থ টেস্টেও খেলার ভালো সম্ভাবনা ছিল রেড্ডির, যদিও তাকে হয়তো ধ্রুব জুরেলের সঙ্গে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হতো। জুরেল উইকেটকিপারের ভূমিকায় দলে জায়গা পেতে পারেন, যদি আঙুলের চোট কাটিয়ে ফেরা রিশভ পন্ত শুধু ব্যাটার হিসেবে খেলেন।
ভারত এখন পর্যন্ত এই সিরিজের প্রতিটি টেস্টেই একজন সিম-বোলিং অলরাউন্ডার খেলিয়েছে। প্রথম টেস্টে খেলেছিলেন শার্দুল ঠাকুর এবং এরপর বার্মিংহামে তার জায়গা নেন রেড্ডি। এখন রেড্ডি ছিটকে পড়ায় ওল্ড ট্র্যাফোর্ডে সেই ভূমিকায় আবার ঠাকুরের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
চতুর্থ টেস্ট শুরুর আগে ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
এমকে/এসএন