রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫টিই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি ছুঁয়ে গেছে নেটজেনদের। বিনোদন অঙ্গনের তারকারাও বেদনার্ত। কেউ করছেন প্রার্থনা, কেউ রক্তদানের আহ্বান জানাচ্ছেন। অভিনেত্রী মাহিয়া মাহি এতটাই বেদনার্ত যে আহত শিশুদের মাঝে নিজের সন্তানকে দেখতে পাচ্ছেন।
নিজের ফেসবুকে মাহি লিখেছেন, সব বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিশকে দেখতে পাচ্ছি শুধু। আল্লাহ তুমি ওদের কষ্ট দিও না।
অন্যদিকে রক্তদানে আহ্বান জানিয়ে তৌসিফ লিখেছেন, যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।
সাদিয়া আয়মান লিখেছেন, উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে। ম্যাক্সিমাম ক্লাস ৬/৭ এর বাচ্চা। প্রচুর ব্লাড রিকুইজিশন আসছে। লুবানা হাসপাতাল, ইবনে সিনা, ক্রিসেন্ট হাসপাতাল। আপনারা যে যেভাবে পারেন ব্লাডের জন্য আসেন।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।
কেএন/টিকে