ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি সম্প্রতি এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে তার স্ত্রী অনুষ্কা শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিরাট জানালেন, পরিবারকে সফল করতে অনুষ্কা জীবনে অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন। ক্যারিয়ারের সোনালী সময়ে নিজের স্বপ্নের কিছু অংশ পেছনে ফেলে কন্যা ভামিকার বড় হয়ে ওঠা ও পরিবারের যত্ন নিয়েছেন তিনি।
বিরাট বলেন, অনুষ্কার এই ত্যাগের কারণেই তিনি ক্রিকেটের প্রতি পুরোপুরি মনোযোগ দিতে পেরেছেন। অনুষ্কাকে তিনি ‘ঘরের স্তম্ভ’ হিসেবে উল্লেখ করেন, যার উপর পুরো পরিবার নির্ভরশীল। বিরাট কোহলির এই প্রকাশ্যে অনেক ভক্ত তাদের দম্পতির সম্পর্ককে ভালোবাসা, পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে গণ্য করছেন।
অনুষ্কার এমন ত্যাগ ও সহযোগিতা বিরাটের ক্রিকেট জীবনকে আরও শক্তিশালী করেছে, যা দুই পরিবারের সুখী ও সফল জীবনের পথ সুগম করেছে।
এমকে/এসএন