গত বছরের অক্টোবরে নিজেদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর না জেতায় পুরো অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। এমনকি মর্যাদাপূর্ণ এই পুরস্কারজয়ী ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ হয়ে পড়েন তাদের চক্ষুশূল। সেই তারকাকে পেতেই এবার মাঠে নামছে লস ব্লাঙ্কোসরা। টনি ক্রুসের শূন্যস্থান পূরণে রিয়াল হন্য হয়ে উত্তম বিকল্প খুঁজছে।
২৯ বছর বয়সী রদ্রির সঙ্গে ম্যানসিটির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে আলোচনা হচ্ছে তিনি চুক্তির মেয়াদ নতুন করে আর না বাড়ানোয়। যদিও পেপ গার্দিওলার দল রদ্রির সঙ্গে চুক্তির সময়টা ২০৩০ পর্যন্ত বাড়াতে চায়। অ্যান্টিরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে গত মৌসুমের প্রায় পুরোটা সময়ই মাঠের বাইরে ছিলেন তিনি। যার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন গার্দিওলা। টানা হারের রেকর্ড গড়ে রদ্রিহীন সিটি। এরই মাঝে সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। নতুন মৌসুমে নিশ্চয়ই তাকে ঘিরে মাঝমাঠটা শক্ত করতে সিটি কোচ পরিকল্পনা সাজাবেন।
এরই মাঝে রিয়াল রদ্রিকে পেতে চায় খবর দিয়েছে একাধিক স্প্যানিশ গণমাধ্যম। এ নিয়ে ‘এল লারগুয়েরো’ নামে এক টকশোতে কথা বলেছেন সাংবাদিক অ্যান্তন মিয়েনা। তার বরাতে সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভো বলছে, ‘এই মুহূর্তে রিয়ালের মাঝমাঠের ঘাটতি পূরণে কেবল একজন উপযুক্ত, তিনি হলেন রদ্রি। তবে এটি এখন সহজ কাজ নয়। কারণ সিটি তাকে এই মুহূর্তে বিক্রি করবে না এবং আপনাকে তার ইনজুরি পরবর্তী পারফরম্যান্সের ওপর নজর রাখতে হবে। তবে মাদ্রিদও মন থেকে রদ্রির নাম মুছে ফেলেনি, কোচ জাবি আলোনসোও নতুন মিডফিল্ডার নেওয়ার চাহিদা জানিয়েছেন। যার জন্য লস ব্লাঙ্কোসরা ১০০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি।
এত বড় আর্থিক অঙ্কের মাধ্যমে রিয়াল যে উপযুক্ত মিডফিল্ডার খুঁজতে মরিয়া তার ইঙ্গিত মিলেছে। তবে তারা রদ্রির নামটি স্পষ্ট প্রকাশ করেনি। কিন্তু গণমাধ্যম দুইয়ে দুইয়ে মিলিয়ে বলছে, এত দামী খেলোয়াড় রদ্রি ছাড়া আর কেউ হতে পারে না। এর আগেও রদ্রি ও রিয়ালকে জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছিল। প্রাথমিকভাবে তখন দলবদলের বিষয়ে এই স্প্যানিশ তারকার ভাষ্য ছিল, ‘সিটি ছাড়া অন্য কোনো দলের কথা ভাবছি না।’ পরবর্তীতে রিয়ালের নামটি বারবার সামনে আসায় অবশ্য ভিন্নমত দেন রদ্রি, ‘এমন (রিয়ালে যোগদান) কিছু হলে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে।’
দলবদলের বাজার বন্ধ হতে আরও ৪০ দিন বাকি। এর ভেতরই নিজেদের চাহিদা পূরণ ও স্কোয়াডের শূন্যতা মেটাবে ইউরোপীয় ক্লাবগুলো। তবে কেবল নিজেদের ডেরায় খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সময় প্রায় শেষের পথে। সময়সীমা শেষ হওয়ার পর নতুন কাউকে নিতে হলে নিজেদের স্কোয়াডের ফুটবলার ছেড়ে বিনিময় প্রথায় যেতে হবে। রিয়ালের স্কোয়াড থেকে ছাড়ার মতো এমন খেলোয়াড় আছে অবশ্য। এখন জাবি আলোনসো সেরকম পথে হাঁটবেন নাকি, তড়িৎ সিদ্ধান্তে মাঝমাঠের অভাব পূরণে নামবেন সেটাই দেখার বিষয়।
এখন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টরা বেশ কয়েকজন খেলোয়াড় দলে নিয়েছে। এর মধ্যে বড় নাম ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, পাশাপাশি তরুণ প্রতিভাবান হিসেবে ডিন হুইজসেন, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও আলভারো কারেরাস এসেছেন রিয়াল শিবিরে। আর্জেন্টাইন মিডফিল্ডার মাস্তান্তুয়োনো বাদে বাকি সবাই ডিফেন্ডিং পজিশনে শক্তি বাড়াবেন। তবে মিডফিল্ডে টনি ক্রুস ও লুকা মদ্রিচের মতো তারকার অভাব বড় সাইনিং দিয়েই পূরণ করতে হবে!
এমকে/এসএন