তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। অভিনয় ক্যারিয়ার বেশিদিনের নয়। অল্প সময়ের ব্যবধানে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়গুণে তিনি সমসাময়িক অভিনেত্রীর মধ্যে বেশ আলোচনায়।
তবে প্রায়ই ভিন্নরকম আলোচনাতেও উঠে আসে অভিনেত্রীর নাম। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ভুয়া ছবি ছড়ানো হয়েছিল আগেও। সম্প্রতি আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। তবে এবারও নিহার নাম করে ছড়ানো হয়েছে ভুয়া ছবি।
দেশের ফ্যাক্টচেকিং সাইট রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নতুন করে প্রচারিত ছবিগুলো নাজনীন নাহার নিহার নয়। বরং, ইন্টারনেট থেকে ভারতীয় অভিনেত্রী বৈষ্ণবী পাটবর্ধন (Vaishnavi V Patwardhan) -এর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নাজনীন নাহার নিহার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে Vaishnavi V Patwardhan নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৫ জুন প্রচারিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়।
জানা যায়, বৈষ্ণবী পাটবর্ধন একজন ভারতীয় অভিনেত্রী। অর্থাৎ, মূল ছবিগুলো বৈষ্ণবী পাটবর্ধন নামের একজন ভারতীয় অভিনেত্রীর। অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে বৈষ্ণবী পাটবর্ধন-এর ছবির ওপর নাজনীন নাহার নিহার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। সুতরাং, অভিনেত্রী নাজনীন নাহার নিহা দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো সম্পাদিত।
উল্লেখ্য, অভিনেত্রী নাজনীন নাহার নিহাকে নিয়ে আগেও সম্পাদিত ছবি প্রচার করা হয়েছিল। সেই সময় তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। তখনও জানা যায়, ছবিগুলো সম্পাদিত। ভারতে বসবাসকারী আন্জেলি টাট্রারি নামের এক নারী অভিনেত্রীর ছবি সম্পাদিত করে প্রচার করা হয়েছিল নিহার নামে।
এফপি/ টিএ