৪৪ বছর বয়সেও আইপিএল খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। হাঁটুতে অস্ত্রোপচারের পরেও ২০ ওভার উইকেটের পেছনে দেখা যাচ্ছে তাকে। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব কম বারই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। কিন্তু সেই ধোনিই বলছেন, তরুণ প্রজন্মের ফিটনেসের মান নিম্নমুখী।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। কিন্তু তারপরেও পাঁচ বছর আইপিএল খেলেছেন তিনি। প্রত্যেকবারই তার অসাধারণ ফিটনেসের সাক্ষী থেকেছে ক্রিকেট দুনিয়া। প্রতিবার আইপিএল শুরুর আগে কঠোর পরিশ্রম করে নিজেকে ফিট করে তোলেন টুর্নামেন্টের জন্য। সেই ধোনির আফসোস, বর্তমান তরুণ প্রজন্ম ফিটনেস নিয়ে ভাবেই না। ফলে তাদের ফিটনেস কমে যাচ্ছে।
সম্প্রতি রাঁচিতে একটি অনুষ্ঠানে গিয়ে ধোনি বলেন, “আজকাল শারীরিক পরিশ্রম অনেক কমে গিয়েছে। তার ফলে আমাদের ফিটনেসও নিম্নমুখী। বহু মানুষই কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত নন।’ এই প্রসঙ্গে তার মেয়ে জিভার উদাহরণও টেনেছেন ধোনি। তিনি বলেন, ‘এমনকি, আমার মেয়েও শারীরিক পরিশ্রম করে না। ও কোনো খেলাধুলা করে না। তাই আমাদের ভাবতে হয়, কীভাবে ওকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখব। দৌড়ঝাঁপ না করলে শরীর ফিট হবে না। সেটা সবাইকে বুঝতে হবে।’
প্রসঙ্গত, আইপিএল শেষ হওয়ার পর আপাতত অখণ্ড অবসর কাটাচ্ছেন ধোনি। পরেরবার কি খেলবেন? প্রত্যেক আইপিএলের শেষে এই একই প্রশ্নের মুখে পড়েন তিনি। কিন্তু প্রত্যেকবারই রহস্যময় এক হাসি দিয়ে এমন কিছু বলেন, যার সঠিক অর্থ খুঁজতে হয়রান হয়ে যায় ক্রিকেটমহল। ২০২৫ আইপিএলে চেন্নাই সুপার কিংসের অভিযান শেষ হওয়ার পরেও অব্যাহত ছিল সেই ধারা। তবে খেলার বিষয়ে না ভাবলেও আগামী প্রজন্মের ফিটনেস নিয়ে যথেষ্ট চিন্তিত ধোনি।
এসএন