‘অ্যানিমেল’-এর রহস্যময় সৌন্দর্যে মন কাড়ার পর এবার নতুন ভূমিকায় চমক দিতে চলেছেন তৃপ্তি দিমড়ী। ‘বুলবুল’ ও ‘ক্বলা’র মতো ছবিতে সংবেদনশীল চরিত্রে বাজিমাত করা এই অভিনেত্রী জানালেন-এবার তিনি সাহসী, শক্তিশালী এবং নৈতিকভাবে জটিল চরিত্রে অভিনয় করতে চান।
‘ধাড়াক ২’-এর প্রচারণায় এসে তৃপ্তি বলেন, “আমি এমন চরিত্রে কাজ করতে চাই যেগুলো হয়তো সবসময় পছন্দের হবে না, কিন্তু সেগুলো গভীর, আবেগপ্রবণ এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং।” মূলস্রোতের রোমান্টিক ছবির বাইরে গিয়ে এবার অ্যাকশন এবং ভিলেন চরিত্রে নিজেকে দেখতে চান তিনি।
আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ধাড়াক ২’। এতে এক কলেজ শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে তৃপ্তিকে, বিপরীতে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী। তবে এই ছবির পর থেকেই শুরু হচ্ছে অভিনেত্রীর ভিন্নধারার নতুন যাত্রা-যেখানে তিনি ভয়ডরহীন, শক্তিধর এবং কখনো কখনো অন্ধকারপথের চরিত্রেও নেমে পড়বেন।
এই পথচলা শুধু অভিনয় নয়, বরং এক শিল্পীর আত্মউত্তীর্ণ হওয়ারও দিকচিহ্ন হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বলিউড বিশ্লেষকরা।
এমকে/টিএ