ম্যাচ জেতানো ইনিংস ছাড়া আমি কাউন্ট করি না : জাকের

বিপিএলে শেষের দিকের মারকাটারি ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন জাকের আলী অনিক। বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানো ইনিংস আছে বেশ কয়েকটা। সবশেষ কয়েক ম্যাচে ছোট ছোট ইনিংস খেলে অবদান রাখলেও ম্যাচ জেতাতে পারছিলেন না একা হাতে। অবশেষে পাকিস্তানের বিপক্ষে জাকের খেললেন ম্যাচ জেতানো ৪৮ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস। ম্যাচসেরা হয়ে ডানহাতি ব্যাটার, দলের জয়ে অবদান রাখতে পারার আনন্দের কথা জানালেন। সেই সঙ্গে এও মনে করিয়ে দিলেন, ম্যাচ জেতানো ইনিংস ছাড়া বাকিগুলো তিনি হিসেব করেন না।


মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে শুরুতেই ফেরেন তিন ম্যাচ পর সুযোগ পাওয়া নাইম শেখ। বিরতি দিয়ে সাজঘরের পথে হাঁটলেন লিটন দাস, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের অবস্থা যখন নাজুক তখনই হাল ধরেন জাকের ও শেখ মেহেদী।

সাম্প্রতিক সময়ে ব্যাটিং ভুলতে বসা মেহেদী কাউন্টার অ্যাটাকে খেললেন ২৫ বলে গুরুত্বপূর্ণ ৩৩ রানের ইনিংস। মেহেদী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের রান বাড়িয়েছেন জাকের। শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেনদের ব্যর্থতার দিনে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ১৩৩ রানের পুঁজি এনে দিয়েছেন।



সেই পুঁজি নিয়েই বাংলাদেশকে জয় এনে দিয়েছেন শরিফুল ইসলাম, তানজিম, মেহেদীর মতো বোলাররা। তবে ম্যাচসেরা হয়েছেন মিরপুরের কঠিন উইকেটে হাফ সেঞ্চুরি করা জাকের। ম্যাচ জিততে পারায় নিজের ইনিংসটাকে নিজের হিসেবের খাতায় ‍যুক্ত করেছেন ডানহাতি এই ব্যাটার। সেই সঙ্গে এও জানালেন, নিজে ভালো খেললেও যদি দল না জেতে ওইসব ইনিংস তিনি হিসেব করেন না।

এ প্রসঙ্গে জাকের বলেন, ‘হ্যাঁ, ম্যাচ জেতানো ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর কোনো কিছু আমি হিসেব করি না। যতই ভালো খেলি আমি হিসেব করি না। যদি আমার দল না জেতে তাহলে ব্যক্তিগতভাবে আমি ওইগুলো হিসেব করি না। তবে আজকে অবদান রাখতে পেরেছি, হিসেব করলাম।’

বিপিএলে কুমিল্লার জার্সিতে অবলীলায় ছক্কা মারার সামর্থ্য দেখিয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন জাকের। লাল সবুজের জার্সিতেও নিজের সুনাম ঠিকই ধরে রেখেছেন। বাংলাদেশের হয়ে ৩২ টি-টোয়েন্টিতে ২৮ চারের বিপরীতে মেরেছেন ৩৭ ছক্কা। পাকিস্তানের বিপক্ষেও দারুণ সব শটে মেরেছেন ৫ ছক্কা। অথচ হাফ সেঞ্চুরি পাওয়ার ম্যাচে জাকেরের ব্যাট থেকে এসেছে একটি চার। ছক্কা মারার এমন দক্ষতার রহস্যের কথা জানাতে গিয়ে দুই বছর আগে বিপিএলে মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে কাজ করার কথা।

জাকের বলেন, ‘আমি যেরকম প্রক্রিয়ার মধ্যে অনুশীলন করি ওইরকমই এগুলো তো আপনারা দেখেনই। অতিরিক্ত অনুশীলনগুলো বাহিরে করি। কিন্তু কিছু জিনিস পরিবর্তন করেছি। এগুলো তো দুই বছর আগেই বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সঙ্গে কাজ করেছি ওইসব ব্যাপারে।’


 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
মিশরের কাছে ৪.৭ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের Jul 25, 2025
img
গাজায় লাগামহীন ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৫৯ হাজার ৫০০ Jul 25, 2025
img
দিয়াবাড়ির দুর্ঘটনায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছে একাদশের শিক্ষার্থী রিয়া Jul 25, 2025
img
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সামরিক দিক থেকে কারা প্রভাবশালী? Jul 25, 2025
img
১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় Jul 25, 2025
img
ইসরায়েলের হৃদয়ে আগুন : যেখানেই চেয়েছে, সেখানেই আঘাত হেনেছে ইরান Jul 25, 2025
img
বিশ্বজুড়ে স্টারলিংক সেবা বিভ্রাট Jul 25, 2025
img
‘সইয়ারা’র অহানের সঙ্গে সুহানার পুরনো ভিডিও ঘিরে নতুন জল্পনা Jul 25, 2025
img
মিরপুরের মতো উইকেট কোথাও দেখিনি : সালমান আলী Jul 25, 2025
img
ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম Jul 25, 2025
img
সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স : ম্যাক্রোঁ Jul 25, 2025
img
‘ফেলুদা’র সঙ্গে তিলোত্তমার আবেগঘন সাক্ষাৎ Jul 25, 2025
"পঞ্চপান্ডবদের বিদায়ের পর নতুন দল নিয়ে খুশি ক্রীড়া উপদেষ্টা আসিফ" Jul 25, 2025
নিজ বাড়িতেই হয়রানি করা হচ্ছে তনুশ্রী দত্তকে Jul 25, 2025
আমার সঙ্গে খারাপ কিছু হয়েছিল, কিন্তু কিছুই বলতে পারিনি: তটিনী Jul 25, 2025
img
কুয়েটের নতুন উপাচার্য বুয়েট অধ্যাপক ড. মাকসুদ হেলালী Jul 25, 2025
৮৭ বার সময় নিয়েও তদন্ত অসম্পূর্ণ! রিজার্ভ চু/রি মা/ম/লা/য় আবারও তারিখ পেছাল Jul 25, 2025
আদালতে যে মা/ম/লা/য় উঠানো হলো খায়রুলকে Jul 25, 2025
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ Jul 25, 2025
img
দেশের ৭ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত Jul 25, 2025