চেহারা নিয়ে তীব্র কটাক্ষ, কাজ হারানো, আর্থিক অনিশ্চয়তা-সবকিছু পেছনে ফেলে আজ তিনি কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ। তিনি অরিজিতা মুখোপাধ্যায়। ‘নিম ফুলের মধু’ এবং ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক দিয়ে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী এবার নতুন রূপে আসছেন ‘রাজরাজেশ্বরী রাণী ভবানি’ ধারাবাহিকে। নাটোরের মেয়ের চরিত্রে, অর্থাৎ একেবারে পজিটিভ ভূমিকায়।
একটা সময় কর্পোরেট চাকরি ছেড়ে অনিশ্চিত অভিনয়জগতে পা রাখেন অরিজিতা। জানালেন, “সিরিয়ালই আমার রুটিরুজির মূল পথ। চাকরি ছেড়ে এই দুনিয়ায় এসেছিলাম, কারণ নিজের চাহিদা মেটাতে ধারাবাহিকে কাজ করা ছাড়া উপায় ছিল না।”
কিন্তু সেই পথ মোটেও সহজ ছিল না। অভিনয়ে এসেই পড়ে যান মহামারি করোনার মধ্যে। তখন ইন্ডাস্ট্রিও বিপর্যস্ত। সেই সময় কাজ পেতে গিয়ে তাকে লড়াই করতে হয়েছে প্রতিদিন। তার কথায়, “প্রতিষ্ঠিত শিল্পীদের বাদ দিয়ে কেউ আমাকে কেন নেবে? প্রতিদিন একটা নতুন যুদ্ধ লড়তাম।”
তবে সবচেয়ে বেশি আহত করেছিলেন তাকে কিছু মানুষের কটাক্ষ। “কেউ বলেছে মোটা, কেউ বলেছে দেখতে ভালো না। এমনও হয়েছে-ফ্লোরে যাওয়ার দুই দিন আগে বলা হয়েছে, ‘তুমি থাকছো না’। হতাশা এমনভাবে চেপে বসেছিল যে টানা ১৮ দিন আয়নার সামনে দাঁড়াতে পারিনি,” বলেন অরিজিতা।
এতসব সংকটে পাশে থেকেছে তার একদল বন্ধু। বলেন, “মা-বাবার পর আমার জীবনে শুধু বন্ধুরাই আছে। ওরাই আমাকে ভেঙে পড়া থেকে উঠতে সাহায্য করেছে। একসময় ভেবেছিলাম কাউন্সেলিং করাব, কিন্তু সেই সামর্থ্যও ছিল না।”
ধারাবাহিকের পাশাপাশি এখন সিনেমাতেও নিজেকে মেলে ধরেছেন অরিজিতা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স প্রেম’ দিয়ে বড়পর্দায় অভিষেক, এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘ফাটাফাটি’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।
সংগ্রামের পথ পেরিয়ে এখন অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করছেন এই অভিনেত্রী, যিনি জানেন-লড়াই করেই উঠে দাঁড়াতে হয়।
এমকে/এসএন