চিত্রনাট্যের প্রয়োজনে অনেক সময়েই পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। কিন্তু সেই দৃশ্যের আগে ন্যূনতম পরিচ্ছন্নতা না থাকলে অস্বস্তিতে পড়তেই হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠিক এমনই এক অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন।
বিদ্যার কথায়, একবার ঘনিষ্ঠ দৃশ্যের আগে এক সহ-অভিনেতা চিনা খাবার খেয়ে এসেছিলেন এবং দাঁতও মাজেননি! সেই অবস্থায় দৃশ্যধারণে যেতেই হত বিদ্যাকে। তিনি বলেন, “আমি মনে মনে বলেছিলাম, ‘আপনার কি বাস্তবে কোনও প্রেমিকা নেই?’ আমি তখন নতুন ছিলাম, তাই মুখে কিছু বলতে সাহস পাইনি। এমনকি মিন্ট দেওয়ার কথাও মনে হয়েছিল, কিন্তু ভয় পেয়ে কিছু বলিনি।”
তবে সব অভিজ্ঞতা যে খারাপ, তা নয়। বিদ্যা আরও জানান, ‘পরিণীতা’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে সঞ্জয় নিজে থেকেই তাঁর কাছে এসে নিজের অস্বস্তির কথা জানান। বিদ্যার ভাষায়, “স্বয়ং সঞ্জয় দত্ত এসে বলেছিলেন, তিনি জানেন না কীভাবে আমার সঙ্গে ঘনিষ্ঠ হবেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওটাই অনেক ছিল আমার কাছে।”
এই সাক্ষাৎকারেই বিদ্যা নিজের আত্মবিশ্বাস ও আশাবাদী মানসিকতার কথাও তুলে ধরেন। বলেন, “আমি নির্লজ্জের মতো আশাবাদী। নিজের উপর আমার অসীম বিশ্বাস। বহু মানুষ বলেছে, ওজন কমানো উচিত, নিজের দিকে মন দেওয়া উচিত। কিন্তু আমি কখনও মনে করিনি যে আমার মধ্যে কোনও খামতি রয়েছে।”
বিদ্যার এই খোলামেলা স্বীকারোক্তি বলিউডে পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিগত প্রস্তুতির গুরুত্বও চোখে আঙ্গুল দিয়ে দেখায়।
ইউটি/টিএ