মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী আজ। পরিচালক-অভিনেতা থেকে শুরু করে সিনেমাপ্রেমী সবার হৃদয়ে এক অন্যরকম জায়গা করে নিয়েছেন তিনি। উত্তম কুমারের নাতি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় যদিও তার ঠাকুরদাকে চোখে দেখেননি তবুও তার কাঁধে রয়েছে সেই মহান ঐতিহ্যের দায়িত্ব।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মহানায়কের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে বিশেষভাবে তাকে স্মরণ করছেন তার পরিবার, ভক্ত ও অনুরাগীরা। গৌরব ভারতীয় গণমাধ্যমকে জানান, ছোটবেলায় বাবাকে হারানোর পর তার কাছে ঠাকুরদা উত্তমকুমারকে নিয়ে খুব বেশি কিছু তথ্য ছিল না।
কারণ গৌরবের জন্মের প্রায় চার বছর আগেই উত্তম কুমার মারা গেছেন। তবুও, মহানায়কের কিছু স্মৃতিচিহ্ন আজও পরম যত্নে আগলে রেখেছেন গৌরব। এক সাক্ষাৎকারে গৌরব বলেন, ‘ছোটবেলা থেকে ‘নায়ক’ ছবিতে মহানায়কের চশমার প্রতি আমার আলাদা আকর্ষণ ছিল। ছোটবেলা থেকে মন্ত্রমুগ্ধের মতো উত্তম কুমারের ছবি দেখতাম।’
তার কথায়, ‘আমার কাছে দাদুর স্যুট, টাই তো আছেই, তবে ছোট থেকে ‘নায়ক’ ছবির ওই চশমার প্রতি আমার লোভ ছিল। ওটা আমার কাছে আছে কিন্তু কখনও পরতে চাই না। এছাড়া, সুচিত্রা সেন দাদুকে একটি লাইটার দিয়েছিলেন, সেটিও আমি খুব যত্ন করে তুলে রেখেছি।’
উত্তম কুমারের এই স্মৃতিচিহ্নগুলো গৌরবের কাছে শুধু বস্তু নয়, বরং তার ঠাকুরদার প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। মহানায়কের স্মৃতিকে এভাবেই বাঁচিয়ে রেখেছেন তার উত্তরসূরিরা।
এফপি/টিএ