প্রায় দু’বছর পর আবার রোল-ক্যামেরা, লাইট, অ্যাকশন। শুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। পর্দায় তিনি দাপুটে আইনজীবী। লীনা গঙ্গোপাধ্যায়ের ‘চিরসখা’ ধারাবাহিকে বিপাশা চরিত্রে দেখা যাবে তাঁকে।
এক দিকে ব্যবসা অন্য দিকে ছেলে কেশব— তার খাওয়াদাওয়া, পড়াশোনা সামলাতে হয় মধুবনীকে। নিজের ইচ্ছায় তাই অভিনয় থেকে কিছু দিনের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সময় অনেক সিদ্ধান্ত বদলে দেয়। এ ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। ‘চিরসখা’ দলের তরফ থেকে একটি অতিথি চরিত্রে অভিনয়ের জন্য বলা হয় মধুবনীকে। আর না করেননি।
অভিনেত্রী বললেন, “কেশবকে পর্যাপ্ত সময় দেওয়াই আমার জীবনের প্রাথমিক কাজ। আগেও বলেছি ধারাবাহিকে নিয়মিত সময় দেওয়া খুব কঠিন। এখানে বেশি ক্ষণ লাগবে না। এখন কয়েক দিন পর পর কাজ চলছে।”
সকালে ছেলেকে তৈরি করে স্কুলে নিয়ে যাওয়া থেকে সন্ধ্যায় পড়তে বসানো— সব দায়িত্বই মধুবনীর কাঁধে। আর ছোট্ট কেশবও মায়ের সঙ্গে থাকতে অভ্যস্ত। এখন কী করে সে মা-কে ছাড়া থাকছে?
মধুবনী বললেন, “শুটিং থাকলেও ওর সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর চেষ্টা করছি। বাড়িতে ঠাকুরদা-ঠাকুমা আছে। আর কেশবের অনেক দিন ইচ্ছা ছিল ‘চিরসখা’র সেটে যাবে। বাবার সঙ্গে এক দিন এসেছিল। সেট ঘুরে দেখেছে। বাবা রোজ কোথায় কাজ করতে যায়, সেটা ও টেলিভিশনে দেখে। কিন্তু সামনে থেকে দেখে অবাক হয়ে গিয়েছে। বাকিদের সঙ্গে মজা করেছে। বেশ উপভোগ করছি এই সময়টা।” তবে পুরোদমে ধারাবাহিক এখনই করার মতো সময় অভিনেত্রীর হাতে নেই।
এফপি/টিএ