বলিউডে প্রেম, সঙ্গীত আর আবেগের যে জাদু একদিন ‘আশিকী’ নামের এক ছবি দিয়ে শুরু হয়েছিল, সেই ধারায় যেন নতুন প্রাণ এনেছে মোহিত সূরির নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’। মুক্তির মাত্র ছয় দিনের মাথায় ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে চমকে দেওয়া ২১৬ কোটি রুপি, যার মধ্যে ভারতেই এসেছে ১৫৪.২৫ কোটি রুপি নেট আয়।
নবাগত আহান পান্ডে এবং অনীত পাড্ডাকে নিয়ে যেভাবে এই ছবি বলিউডে প্রবেশ করেছে, তা নিঃসন্দেহে ইতিহাস গড়ার মতো। তাদের অভিনয়ে যেন দর্শকরা পেয়েছেন এক নতুন রসায়ন, এক নতুন প্রেমের গল্প, যা হৃদয় ছুঁয়ে গেছে তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী দর্শকের।
ছবির নির্মাতা মোহিত সুরি এই আবেগঘন প্রেমকাহিনির মাধ্যমে আবারও প্রমাণ করলেন, ভালো গল্প আর সুরে গড়া সিনেমা তারকানির্ভরতার বাইরে গিয়েও বিপুল সাড়া ফেলতে পারে। ছবির গানগুলো ইতোমধ্যেই চার্টের শীর্ষে, আর একক প্রেক্ষাগৃহগুলোয় দর্শকের ঢল প্রমাণ করে দিয়েছে—সাইয়ারা শুধুই সিনেমা নয়, এক অনুভূতির নাম।
ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি হওয়া এই ছবির ক্ষেত্রে বড় কোনো তারকা না থাকা সত্ত্বেও, শব্দের চেয়ে প্রভাব ছিল ওয়ার্ড-অফ-মাউথ বা মুখে মুখে প্রশংসার। তাই মুক্তির প্রথম সপ্তাহেই সাইয়ারা পিছনে ফেলে দিয়েছে অনেক বিখ্যাত তারকাখচিত ছবি, বিশেষত সপ্তাহান্তে দর্শকসংখ্যার দিক থেকে।
চলমান সপ্তাহে বলিউডে খুব একটা প্রতিদ্বন্দ্বী ছবি না থাকায়, ‘সাইয়ারা’র দ্বিতীয় সপ্তাহের ব্যবসা আরও উর্ধ্বমুখী হবে বলেই আশা করা হচ্ছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে ছবিটি দ্রুতই পৌঁছে যাবে ৩৫০ থেকে ৪০০ কোটির বৈশ্বিক আয় ক্লাবে।
এই মুহূর্তে যখন বলিউড বারে বারে তারকাদের ওপরে নির্ভরতা নিয়ে প্রশ্নের মুখে পড়ছে, তখন ‘সাইয়ারা’ যেন প্রমাণ করল—একটি ভালো গল্প, আবেগময় নির্মাণ ও হৃদয়স্পর্শী সঙ্গীত থাকলে দর্শকই তারকাকে তৈরি করে দিতে পারে।
এফপি/টিকে