ভুটান নারী ফুটবল লিগে গোল বন্যা চলছেই। থিম্পু এফসি ২৩-০ গোলে গেলেফু সিটিকে পরাজিত করেছে। বাংলাদেশের দুই ফুটবলার মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়রই করেছেন ১২ গোল।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সিনিয়র ফুটবলার মারিয়া মান্দা ৮ গোল করেছেন। এতে তিনি ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন। গোল পেয়ে দলকে জিতিয়ে এবং ম্যাচ সেরা হয়ে অত্যন্ত খুশি মারিয়া।
তিনি বলেন, 'নিজেও অনেক গোল করেছি দলও জিতেছে, আবার ম্যাচ সেরাও হয়েছি। সব মিলিয়ে ভালোই লাগছে।' মারিয়া মান্ডা ডাবল হ্যাটট্রিকের পাশাপাশি শামসুন্নাহার হ্যাটট্রিক করেছেন। তিনি ৪ গোল করে দলের বড় জয়ে ভূমিকা রেখেছেন।
ভুটান নারী লিগে একাধিক ম্যাচেই একপেশে হয়েছে। গত সপ্তাহেই সাবিনা-ঋতুপর্ণাদের পারো এফসি ২২-০ গোলে জিতেছিল। আজ সেটা ছাপিয়ে গেছে থিম্পু সিটি। এই দলে বাংলাদেশের তিন ফুটবলার মারিয়া, সানজিদা ও শামসুন্নাহার খেলেন। আজকের ম্যাচে খেলেছেন দুই জন। সানজিদা ঢাকায় কোচিং কোর্স করতে আসায় ম্যাচ খেলতে পারেননি।