মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দফতরে বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান দেশটির অভিবাসন মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৬ জুলাই) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। আলোচনায় অভিবাসন সহযোগিতা, মাইগ্রেশন এবং কর্মশক্তি ব্যবস্থাপনা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সম্পর্কিত কৌশলগত বিষয়গুলো স্থান পেয়েছে।
হাইকমিশনারের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দলের সাথে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সেলর (কনস্যুলার) মো. মুরশেদ আলম।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন এক্সপার্ট সার্ভিসেস ডিভিশনের পরিচালক আব্দুল হাদী বিন মোহাম্মদ, নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাজওয়ান বিন আবদুল মানান, বিদেশি কর্মী বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রাজিপ বিন ইয়াসিন, ভিসা, পাস এবং পারমিট বিভাগের উপ-পরিচালক মিসেস এফা নুরজাইনানি বিনতে জাফর এবং নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান মিসেস এলনিনা কারমেলা বাহানাং আনাং উঙ্গান।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দক্ষ, স্বচ্ছ এবং কার্যকর অভিবাসন ব্যবস্থাপনার লক্ষ্যে সকল পক্ষের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কেএন/টিএ