জুলাই বিপ্লব ওলামায়ে কেরামের সামনে অবারিত সুযোগ তৈরি করেছে : ধর্ম উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানের ফলে ওলামায়ে কেরামের সামনে অবারিত সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনের পলওয়েল ভবনে এক জাতীয় কনফারেন্সের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লব ওলামায়ে কেরামের সামনে একটি অবারিত সুযোগ তৈরি করেছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। রাষ্ট্রের প্রতিটি স্তরে আলেম সমাজকে উপযুক্ত ও যোগ্য অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের আইন প্রণয়ন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় নীতিতে দেশের সংস্কৃতি, ইতিহাস ও ইসলামি মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত। সেই লক্ষ্যে ওলামায়ে কেরামের ঐক্য, দক্ষতা ও নেতৃত্ব অত্যন্ত জরুরি।’

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, মসজিদের খতিব, ওয়ায়েজ, গবেষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। ‘৩১৩ মাশায়েখে বাংলাদেশ’ শীর্ষক আলেমদের জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি ‘মাশায়েখে বাংলাদেশের অবদান ও আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীকে সভাপতি, মাওলানা আহমদ আলীকে সিনিয়র সহ-সভাপতি এবং মুফতি লুৎফুর রহমান ফরায়েজীকে সাধারণ সম্পাদক করে ২২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি ইসলামের সার্বিক রূপ তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। ইসলামি সমাজব্যবস্থার প্রচার, মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ও ঐক্য গড়ে তোলা, এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে রয়েছে— যৌতুকবিহীন বিয়ে আয়োজন, নলকূপ স্থাপন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা কার্যক্রম, নিরক্ষরতা দূরীকরণ ও বয়স্ক শিক্ষা কার্যক্রম এবং দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান।

সংগঠনের উদ্যোক্তারা বলেন, একদল চিন্তাশীল, অভিজ্ঞ ও দূরদর্শী আলেমের নেতৃত্বে গঠিত এই সংগঠন ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার, মানবতার কল্যাণ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের খ্যাতিমান আলেম মুফতি তারেক মাসউদ, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশি, নানুপুরের পীর মাওলানা সালাহউদ্দিন, দেওনা দরবারের পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন, জাগ্রত কবি কবি মুহিব খান, মুফতি কেফায়েতুল্লাহ আজহারি, মুফতি হারুন ইজহার, মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, মুফতি সাখাওয়াত হোসাইন রাজীসহ আরও বহু আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
প্রাণ বাঁচাতে ঘর ছাড়ছে হাজারো সুদানি নাগরিক Nov 01, 2025
img
জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির রাজনীতি: কফিল উদ্দিন Nov 01, 2025
img
৭৫ আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি Nov 01, 2025
img
বিশ্বাসঘাতক মীরজাফর একটি দল জুলাই আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করছে : জিন্নাহ কবির Nov 01, 2025
img
ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প Nov 01, 2025
img
ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে মার্কিন সিনেটে রেজোল্যুশন পাস Nov 01, 2025
img
বামপন্থি গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান Nov 01, 2025
img
প্রতারণার কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না Nov 01, 2025
img
চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেওয়া অপমানজনক: এহছানুল হক মিলন Nov 01, 2025
আইকনিক সড়ক ভাঙার পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা Nov 01, 2025
গণভোট প্রসঙ্গে জামায়াত আমিরের স্পষ্ট বার্তা Nov 01, 2025
কোনো চটকদারিত্বের কাজ-কর্মে আমরা নাই: মেঘমল্লার বসু Nov 01, 2025
"১০ হোন্ডা, ২০ গুন্ডা, ইলেকশন ঠান্ডা" Nov 01, 2025
বিমানবন্দরে নেমে এ কি দেখলেন বনি আমিন! Nov 01, 2025
সংস্কার প্রশ্নে উভয়সংকটে বিএনপি : মানলে পরাজয়, প্রত্যাখ্যান করলে সংস্কারবিরোধী Nov 01, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 01, 2025
চাকরি হারিয়ে রাস্তায়! ইসলামী ব্যাংক কর্মকর্তাদের প্র'তিবাদ! Nov 01, 2025
img
পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৪ গাড়িতে ধাক্কা বাসের, আহত ১০ Nov 01, 2025
হঠাৎ ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার; ক্ষুব্ধ সূর্যসেন হলের ভিপি Nov 01, 2025
বিশ্বকাপের আগে সৌদি মঞ্চ থেকে মেসি অনিশ্চিত Nov 01, 2025