যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রবাসী বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে একটি নাইট ক্লাবের সামনে এই গুলির ঘটনা ঘটে।

এতে মো. শাহেদ উদ্দিন (২৭) নামে ওই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শাহেদের বাড়ি বাংলাদেশের সন্দ্বীপে। শাহেদ তার বাবার কন্সট্রাকশনের ব্যবসা দেখাশোনা করতেন। তার বাবা আমেরিকাপ্রবাসী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার মৃত্যুতে প্রবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিউইয়র্ক পুলিশ জানায়, জ্যামাইকার রিচমন্ড হিল স্ট্রিট কর্নার এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ অ্যাভিনিউয়ে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে ভোররাত সাড়ে চারটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় শাহেদের বুকে গুলি লাগে। হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা শাহেদকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

রিচমন্ড হিলের এই এলাকাতেই গুলির ঘটনা ঘটেছে

পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আহতদের জ্যামাইকা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দুজনেরই পায়ে ও পিঠে গুলি লেগেছে।

ময়নাতদন্ত শেষে স্থানীয় সময় মঙ্গলবার পরিবারের কাছে শাহেদের লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে শাহেদকে দাফন করা হবে। 

 

টাইমস/এসআই

Share this news on: