ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় হরর-কমেডি সিরিজ ‘স্ত্রী’ ইউনিভার্স এবার আরও বিস্তৃত আকারে ফিরছে বড় পর্দায়। দীপাবলি ২০২৫-এ মুক্তি পেতে যাচ্ছে ‘থামা’, যেখানে এক দারুণ ভৌতিক সংঘর্ষে মুখোমুখি হবেন বরুণ ধাওয়ানের ওয়্যারউলফ চরিত্র ‘ভেড়িয়া’ ও আয়ুষ্মান খুরানার রক্তপিপাসু ভ্যাম্পায়ার।
ম্যাডক ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন ‘মুঞ্জিয়া’ ও ‘কাকুডা’ খ্যাত আদিত্য সারপোটদার। ছবিটি শুধু হরর-কমেডি ঘরানার একটি নতুন সংযোজনই নয়, বরং বলা হচ্ছে এটি হতে চলেছে এই ধারার মধ্যে ভারতের সবচেয়ে বড় বাজেটের ও চমকপ্রদ ভিএফএক্স-নির্ভর প্রজেক্ট।
ছবিতে বরুণ ধাওয়ানকে দেখা যাবে আগের চেয়ে আরও বড়, অ্যাকশননির্ভর চরিত্রে। সূত্র বলছে, তিনি ছবিটির জন্য ছয় দিনের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করেছেন, যা তাঁর চরিত্রের গভীর সম্পৃক্ততার ইঙ্গিত দেয়।
নারী প্রধান চরিত্রে থাকছেন দক্ষিণী তারকা রাশ্মিকা মান্দানা, যিনি আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করছেন। পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালের মতো অভিজ্ঞ অভিনেতারাও যুক্ত হয়েছেন শক্তিশালী এই কাস্টে।
ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে ভ্যাম্পায়ার বনাম ওয়্যারউলফের মুখোমুখি যুদ্ধ, যা নাকি এক বিরাট সেটে এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে শুট করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে এত বড় আকারে ভৌতিক-অ্যাকশন শুটিং আগে কখনও দেখা যায়নি বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
‘থামা’র ক্লাইম্যাক্স দৃশ্যের মাধ্যমে নাকি ভবিষ্যতের 'ভেড়িয়া ২' ছবির সূচনা হবে, যা মুক্তি পেতে পারে ১৪ আগস্ট ২০২৬-এ, যদিও তারিখ পেছানোর সম্ভাবনাও রয়েছে।
সব মিলিয়ে ‘থামা’ হতে যাচ্ছে এমন এক সিনেমা যা হাসি, ভয়, অ্যাকশন ও চমক একসাথে উপহার দেবে দর্শকদের।
এমআর