মেকআপ ছাড়া তারকাদের পর্দায় আসা এখন আর বিরল ঘটনা নয়। তবে এই ট্রেন্ড যখন একজন অভিনেত্রীর আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে, তখন তা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক তেমনটাই করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘চারুলতা’ সিনেমার একটি ছবি শেয়ার করে নিজের অভিনয়-দর্শন ও সংগ্রামের গল্প শুনালেন তিনি, যে গল্পে মেকআপ নেই, আছে আত্মপরিচয়ের সন্ধান।
ফেসবুক পোস্টে ভাবনা বলেন, মেকআপ ছাড়া ছবি নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, তখন তিনি ফিরে তাকান নিজের কর্মজীবনের দিকে। দর্শকদের মনে করিয়ে দেন, প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এও তিনি ছিলেন মেকআপবিহীন। সেই সাহসিকতা থেকেই তিনি কখনোই প্রচলিত ‘নায়িকা’ হতে চাননি, হতে চেয়েছেন নিজস্ব পথে হাঁটা এক শিল্পী। ভাবনার ভাষায়, ‘‘আমি কখনোই সেই চেনা নায়িকাটা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।’’
‘চারুলতা’ সিনেমার প্রসঙ্গে ভাবনা বলেন, এই ছবিতে তিনি যা দেখিয়েছেন, তা একজন অভিনেতার পরিপূর্ণতা খোঁজার অংশ। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকে যে প্রস্তুতি নিচ্ছেন একটু একটু করে, সেটাই একদিন তাঁকে সবার প্রিয় অভিনেতা করে তুলবে—এই বিশ্বাসেই তিনি পথ চলছেন।
তাঁর কথায়, ‘‘আমি অভিনেতা হতে চাই, তার মানে এই নয় যে আমি ধুম-ধারাক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি ৩ বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমা তো করবোই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই।’’
ভাবনার এই পোস্ট শুধু সিনেমার লুক নয়, তুলে ধরেছে একজন অভিনেত্রীর আত্মবিশ্বাস, নিজেকে গড়ে তোলার গল্প এবং দর্শকদের সঙ্গে তার না বলা আবেগের সংযোগ।
উল্লেখ্য, রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘চারুলতা’ সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ করেছেন ভাবনা। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’ ও ‘পায়েল’সহ আরও কয়েকটি সিনেমা।
এসএন