উত্তরায় আবারও শুরু হচ্ছে শুটিং। উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং কার্যক্রম নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হতে চলেছে। শুটিং হাউসগুলোতে ভাড়া না দেয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি। এরপরেই বিপত্তি বাঁধে।
তবে নির্মাতা, শিল্পী এবং ডিরেক্টরস গিল্ডের প্রবল আপত্তির মুখে সংস্থাটি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়।
শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি কিছু শর্ত আরোপের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। রাত ১১টার পর শুটিং করা যাবে না, আবাসিক এলাকায় রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না; এসব শর্তে উত্তরায় শুটিং বন্ধের নির্দেশনা প্রত্যাহার করা হতে পারে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, “রাতে আমাদের বৈঠক। আমরা আশাবাদী, সেখানেই একটা সমাধান হবে।”
এ বিষয়ে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানান, আমরা এলাকাবাসীর কল্যাণই চাই। তাই কিছু নিয়ম আরোপ করতে হয়। উদ্দেশ্য কাউকে ক্ষতিগ্রস্ত করা নয়। আলোচনা করেই একটি সমাধানে পৌঁছাতে চাই আমরা।
শুটিং হাউস মালিকদের পক্ষ থেকে ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক ও সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “৩০ বছর ধরে বৈধভাবে আমরা এই ব্যবসা করছি। হঠাৎ নিষেধাজ্ঞা মেনে নেয়া যায় না। আশা করছি, আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা বরাবরই চেয়েছি আবাসিক পরিবেশ রক্ষা করে শুটিং চালাতে।”
প্রসঙ্গত, উত্তরার সেক্টর-৪-এ বর্তমানে তিনটি নিয়মিত শুটিং হাউস—লাবণী-৪, লাবণী-৫ ও আপন ঘর-২ চালু রয়েছে। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশনের শুটিং স্পট থাকলেও সেটি অনিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
এসএন