মাত্র ২১ বছর বয়সেই মা হলেন ‘মিশকা’ খ্যাত অহনা দত্ত!
মোজো ডেস্ক 12:03PM, Jul 29, 2025
জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত, যিনি অনুরাগের ছোঁয়া সিরিয়ালে খলনায়িকা ‘মিশকা’ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন, মা হয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কিছুদিন ধরে অভিনয় থেকে বিরত ছিলেন অহনা। অবশেষে তার কোল আলো করে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান।
মাত্র ২১ বছর বয়সেই মা হলেন অহনা। সোমবার (পবিত্র শ্রাবণ মাসে) স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে তাদের সংসার আলো করে আসে নবজাতক কন্যা। দীপঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করে শুধু একটি শব্দ লিখেছেন- “মা।” এরপর থেকেই শুভেচ্ছার বন্যা বইছে।
অহনা মূলত ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো থেকে প্রথম জনপ্রিয়তা পান। এরপর ছোটপর্দায় অভিনয় শুরু করেন এবং বিশেষ করে অনুরাগের ছোঁয়া নাটকে মিশকার চরিত্রে ব্যাপক সাড়া ফেলেন। তিনি রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে চলচ্চিত্র সন্তান-এও অভিনয় করেছেন। ২০২৩ সালে দীপঙ্করের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে বসেন তিনি, যদিও পরিবারে কিছু আপত্তি ছিল।