বাংলা সিনেমার জনপ্রিয় ছবি প্রজাপতি-এর সাফল্যের পর আসছে প্রজাপতি ২। এবারও দর্শকদের জন্য থাকছে সুর ও আবেগের দুর্দান্ত মেলবন্ধন।
ছবির গান সাজাচ্ছেন বিখ্যাত সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, আর ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছেন আবেগঘন মিউজিকের জন্য পরিচিত রথীজিৎ ভট্টাচার্য।
দেব ও জিৎ গঙ্গোপাধ্যায়ের যুগলবন্দি সবসময়ই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে- চাঁদের পাহাড় থেকে কাছের মানুষ পর্যন্ত তার প্রমাণ মিলেছে। অন্যদিকে রথীজিৎ প্রজাপতি, প্রধান, খাদান এবং সাম্প্রতিক রঘু ডাকাত প্রি-টিজারে অসাধারণ মিউজিক কম্পোজ করে ইতিমধ্যেই আলাদা অবস্থান তৈরি করেছেন।
প্রথম ছবির মতো প্রজাপতি ২-এও থাকছে হৃদয়স্পর্শী গান ও মনে রাখার মতো আবহসঙ্গীত, যা দীর্ঘদিন দর্শকের মনে গেঁথে থাকবে বলে আশা করা হচ্ছে।
কেএন/টিকে