বাংলাদেশ দলের কোচের চাকরি হারাচ্ছেন ফিল সিমন্স?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে ফিল সিমন্সকে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারে কোচ হিসেবে তার দক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছিল। এরপর শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে কিছুটা স্বস্তি ফিরে আসে, তবু গুঞ্জন থামেনি-হয়তো বিদায় নিতে হচ্ছে ৬২ বছর বয়সী এই ক্যারিবীয় কোচকে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছে। বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে বিষয়টিকে স্পষ্ট করে বলেছেন, ‘এটি সম্পূর্ণ গুজব।’



চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর ২০২৩ সালের অক্টোবরে সিমন্সকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় বিসিবি। দায়িত্ব নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হার-একটা কঠিন সূচনা। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় টাইগাররা। যদিও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়, টেস্ট সিরিজ ড্র করে এবং টি-টোয়েন্টিতে সাফল্য আসে সিমন্সের শিষ্যদের হাত ধরে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার, আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ হার এবং পাকিস্তানে হোয়াইটওয়াশ-সব মিলিয়ে চাপ বাড়তে থাকে কোচিং স্টাফের ওপর।

শ্রীলঙ্কা সফরে আবার দেখা মেলে টেস্টে লড়াকু মানসিকতার, ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জেতে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতে সমালোচনার মুখে কিছুটা শক্ত অবস্থানে ফেরেন সিমন্স।

ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে, হয়তো সিমন্সকে সরিয়ে দেবে বিসিবি। তবে ইফতেখার রহমান মিঠু তা উড়িয়ে দিয়ে বলেন, ‘অন্তত আমি এ ব্যাপারে জানি না। এসব হয়তো বাইরের গুজব। কারণ এখন পর্যন্ত দল ভালো খেলছে, দুইটা সিরিজ পরপর জিতেছে। আমার মনে হয় না… আপনি এটাকে পুরোপুরি গুজব বলতে পারেন।’

সিমন্সের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাহউদ্দিন। লিটন দাস, তানজিদ হাসান তামিমদের ব্যাটিং উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। তবে বিসিবি ভাবছে, ব্যাটিং কোচ হিসেবে একজন নতুন বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের। এমন হলে সালাহউদ্দিন সহকারী কোচ হিসেবে মূলত প্রধান কোচের পরিকল্পনায় কাজ করবেন।

সিমন্সের চুক্তি রয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু পারফরম্যান্সই চূড়ান্ত মানদণ্ড-এটি ক্রিকেট বিশ্বে নতুন কিছু নয়। সাম্প্রতিক সাফল্য কিছুটা ভরসা যোগাচ্ছে। তবে সামনে আরও চ্যালেঞ্জ-এশিয়া কাপ, বিশ্বকাপের প্রস্তুতি!

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বড়পর্দা ছাড়াও স্বল্পদৈর্ঘ্যে হাজির সব্যসাচী চৌধুরী Jul 29, 2025
img
সাইয়ারার জন্য মোহিতের প্রথম পছন্দ ছিল সিদ্ধার্থ-কিয়ারা জুটি! Jul 29, 2025
img
প্রথমবারের মতো মাতৃত্বের আনন্দে ভাসছেন অহনা Jul 29, 2025
img
‘বিগ বস’-এ যাচ্ছেন না মল্লিকা শেরাওয়াত, গুজব উড়িয়ে দিলেন খোদ নিজেই Jul 29, 2025
img
হৃতিক-কিয়ারার ফ্ল্যাশব্যাক রোমান্স, আসছে ওয়ার ২-এর প্রথম গান Jul 29, 2025
img
কেকেআরের সঙ্গে পথচলা শেষ, বিদায় চন্দ্রকান্ত পণ্ডিতের Jul 29, 2025
img
সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে : প্রধান উপদেষ্টা Jul 29, 2025
img
তামিম একজন মেগাস্টার : হামজা চৌধুরী Jul 29, 2025
img
বর্তমান সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর রায় পাওয়া যাবে: আসিফ নজরুল Jul 29, 2025
img
ছেলের সেঞ্চুরির পর নির্বাচকদের সমালোচনা করেছে ওয়াশিংটনের বাবা Jul 29, 2025
img
সংস্কার প্রস্তাবনা দুই বছরের মধ্যে বাস্তবায়নে একমত বিএনপি Jul 29, 2025
img
তাসকিনের ঘটনার পর নতুন পদক্ষেপ নিচ্ছে বিসিবি Jul 29, 2025
img
রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে স্থবিরতা, সুদহার অপরিবর্তিত Jul 29, 2025
img
সাকিব একজন আইকন : হামজা চৌধুরী Jul 29, 2025
img
ভারতের ম্যাচে পাকিস্তানের জার্সি পরে আসায় দর্শক হেনস্তা Jul 29, 2025
img
গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে পিএম’স ইলেভেনের মুখোমুখি ইংল্যান্ড Jul 29, 2025
img
‘বাংলাদেশ সিরিজের মতো খেললে এশিয়া কাপেও খারাপ করবে পাকিস্তান’ Jul 29, 2025
img
রাহাকে নিয়ে মাতৃত্বের যাত্রায় আলিয়া, মেয়ের প্রশংসায় মহেশ ভাট Jul 29, 2025
img
জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না : ইসলামী আন্দোলন মহাসচিব Jul 29, 2025
img
বিসিসিআইয়ের অফিসে সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরিতে গ্রেপ্তার নিরাপত্তারক্ষী Jul 29, 2025