ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি আর অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির কথিত প্রেম এখন সবার মুখে মুখে। ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে তাদের একসাথে হাত ধরে হাজির হওয়া আর তারপর ‘মৃগয়া’র সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে তাদের খোশগল্প, হাসাহাসি আর খুনসুটি। সব মিলে গুঞ্জনের পারদ এক লাফে চড়ে গেছে অনেকটাই। তবে এই প্রেম জল্পনায় পানি ঢেলে দিয়েছেন স্বয়ং সুস্মিতা।
এক সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়ে দিলেন, ‘সৃজিত আমার খুব কাছের বন্ধু, একান্ত আপনজনের মতো। তবে আমরা বন্ধু, আর কেউ যদি তাতে প্রেমের রং খোঁজে, সেটা ওদের সমস্যা। আমি কখনোই ব্যক্তিগত সম্পর্ক ঢাকঢোল পিটিয়ে বলি না। সত্যি প্রেম থাকলে সেটা গোপনই রাখতাম।’
সুস্মিতা আরও জানান, তিনি এর আগে আড়াই-তিন বছরের একটি সম্পর্কে ছিলেন, তবে সেকথা কেউই জানত না- কারণ সেটা ছিল নিখাদ ব্যক্তিগত প্রেম। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে প্রেম দেখানো তার স্বভাব নয়। তবে বন্ধুত্বের বিষয়ে তিনি একেবারেই লুকোছাপা পছন্দ করেন না। অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে কারও সম্পর্ক তৈরি হলে, সেটা ব্যক্তিগত সম্পর্ক হবে।
সেটা আমার একান্ত নিজের বিষয় হবে। তবে বন্ধুত্বের সম্পর্কে তো আর কোনও রাখঢাকের দরকার পড়ে না।’
সৃজিত-সুস্মিতার গ্রেমের গুঞ্জনের সূত্রপাত মূলত পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং থেকে। সেখানেই লম্বা সময় একসঙ্গে ছিলেন সৃজিত আর সুস্মিতা। শুটিং স্পট থেকে ছবি পোস্ট হতেই শুরু হয় কানাঘুষো।
এরপর একের পর এক প্রিমিয়ার আর পার্টিতে তাদের খোলামেলা আড্ডা নতুন করে উস্কে দেয় প্রেমের গুঞ্জন।
এদিকে নিজের ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়ে এখন বেশি মনোযোগী সুস্মিতা। বলছেন, ‘আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। চাকরির সুযোগও ছিল, কিন্তু অভিনয়ের টানে সব ছেড়ে এই লড়াইয়ে নেমেছি। কে কী বলল, তাতে আমার যায় আসে না। এখন শারমান জোশীর সঙ্গে নতুন একটি সিনেমা করতে যাচ্ছি। কিন্তু সেটার খবর রাখে কে? সবাই শুধু গসিপ খোঁজে!’
সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগেও স্বস্তিকা মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী সহ একাধিক নায়িকার নাম জড়িয়েছে তার সঙ্গে। আর মিথিলার সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়েও একাধিকবার শোনা গেছে টানাপোড়েনের কথা। সব মিলিয়ে সৃজিত-সুস্মিতা জুটিকে ঘিরে এখন টলিউড সরগরম।
কেএন/টিকে