মাসখানেক ধরেই নেটপাড়ায় চর্চা, রাজদীপের সঙ্গে প্রেম ভেঙেছে তন্বী লাহা রায়ের। কিন্তু সেসব গুঞ্জনে বিন্দুমাত্র বিচলিত নন অভিনেত্রী।
তন্বী রয়েছেন নিজের মেজাজে। আনন্দে ছুটি কাটাচ্ছেন সমুদ্র সৈকতে। জন্মদিন উপলক্ষেই অবশ্য সেখানে উড়ে গিয়েছেন। তবে গন্তব্য ফাঁস করেননি!
তন্বীর বার্থডে ট্যুর ডেস্টিনেশন নিয়ে অবশ্য নেটপাড়ার মাথাব্যথা নেই। অনুরাগীরা মজে তার চাবুক ফিগারের ছবিতে।
কখনও লাল বিকিনি পরে সমুদ্র বিলাসী অবতারে ধরা দিলেন তো কখনও বা আবার উত্তাল নীল জলরাশির বুকে বোটে দাঁড়িয়ে শ্বেতশুভ্র পোশাকে হাতে কেক নিয়ে ছবি শেয়ার করেছেন।
রবিবার ছিল তন্বী লাহা রায়ের জন্মদিন। নিজের মতো করেই সমুদ্রে কাটিয়েছেন এই বিশেষ দিনটি। সেসব মুহূর্ত ভাগ করে নিয়েছেন নেটপাড়ায়।
অনুরাগী-সহকর্মীরা তন্বীকে শুভেচ্ছায় ভরালেও বিশেষ বন্ধু রাজদীপের তরফে কোনও শুভেচ্ছাবার্তা পাওয়া গেল না! সেখানেই বিচ্ছেদ গুঞ্জনের পালে হাওয়া লেগেছে।
নেটপাড়ার মত, সত্যিই বোধহয় মন ভেঙেছে তন্বীর। কারণ বিগত কয়েক মাস ধরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন তন্বী লাহা রায়। জন্মদিনেও একাই দেখা গেল তাকে।
তবে অভিনেত্রী যে চুটিয়ে জন্মদিন উপভোগ করছেন, সেটা তার সোশাল মিডিয়ায় উঁকি দিতেই বেশ বোঝা গেল।
এমআর/টিকে