আজ বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ৬৬তম জন্মদিন। বিশেষ এ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী মান্যতা দত্ত। তারার জগতে সবচেয়ে উঁচু নিঃসঙ্গ তারা ‘সাইয়ারা’র সঙ্গে অভিনেতাকে তুলনা করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল’র প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (৩০ জুলাই) ইনস্টাগ্রামে মানত্য একটি আবেগী ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের একাধিক ছবি প্রকাশ করা হয়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ছিল নতুন মুক্তি পাওয়া সিনেমা ‘সাইয়ারা’ গানটি।
ক্যাপশনে মান্যতা লেখেন, শুভ জন্মদিন আমার ভালোবাসা, আমাদের ‘সাইয়ারা’। তোমার সাথে প্রতিটি দিনই একটা উপহার, কিন্তু আজ আমরা তোমার অসাধারণ ব্যক্তিত্ব উদ্যাপন করছি। শক্তি, সাহস এবং ভালোবাসার আরেকটি আশীর্বাদপূর্ণ বছর উদযাপন করছি। তুমি আমার পাথর, আমার সেরা বন্ধু, একজন রক্ষাকারী বাবা, পথপ্রদর্শক তারা এবং আমার জীবনের ভালোবাসা।
মান্যতা আরও লেখেন, আমি সত্যি কৃতজ্ঞ প্রতিটি হাসি এবং ভাগ করে নেয়া প্রতিটি মুহূর্তের জন্য। আমাদের জীবনে "তুমি" থাকার জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃতজ্ঞ। আমরা তোমাকে সারাজীবনের জন্য ভালোবাসি। ঈশ্বর তোমাকে সর্বোত্তম আশীর্বাদের সেরাটা দান করুন।
ব্যক্তিজীবনে তিনবার বিয়ে করেছেন সঞ্জয় দত্ত। প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে অভিনেত্রী রিচা শর্মাকে। ১৯৯৬ সালে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রী মারা যান।
১৯৯৮ সালে মডেল রিয়া পিল্লাইয়ের সাথে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সে বছরই মান্যতা দত্তকে বিয়ে করেন। ১৭ বছরের সংসারে তাদের রয়েছে যমজ দুই সন্তান।
এফপি/এসএন