কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের অস্বাভাবিক মৃত্যুর পর আবারও চর্চায় উঠে এসেছে তাঁদের অতীত সম্পর্কের নানা দিক। গলায় মৌমাছি আটকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সঞ্জয়ের, মৃত্যুর পেছনের ঘটনাগুলোর সঙ্গে উঠে আসছে কারিশমার দাম্পত্য জীবনের জটিল অধ্যায়ও। ঠিক এমন এক সময়ে সামনে এলো বোন কারিনা কাপুরের নীরব সমর্থনের কাহিনি। যে কঠিন সময়ে কারিশমা ভেঙে পড়েছিলেন, তখন মুখে কিছু না বলেও পাশে ছিলেন 'বেবো'।
২০১৬ সালে কারিশমা ও সঞ্জয়ের বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল ছিল বি-টাউন। একের পর এক গুঞ্জন আর সংবাদমাধ্যমের চাপে পড়েও বোনের বিষয়ে মুখ খোলেননি কারিনা। সবার দৃষ্টি ছিল তার প্রতিক্রিয়ার দিকে, কিন্তু তিনি ছিলেন অবিচল। কারিশমার পাশে থাকলেও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। বরং সময় গড়িয়ে পরিস্থিতি শান্ত হওয়ার পর কারিনা সোজাসাপ্টা বলে দিয়েছিলেন, ‘এটা খুবই ব্যক্তিগত বিষয়। আমি কীভাবে আমার বোনের পাশে থাকব, সেটা অন্য কারও ভাবার দরকার নেই’।
কারিশমার প্রতি মানুষের চিন্তা ও ভালোবাসা দেখে খুশি হয়ে কারিনা বলেন, ‘কারিশমা একজন তারকা। কিন্তু তাকে নিয়ে যেভাবে হাজার কথা ছড়ানো হয়, তাতে অনেকেই আসল ঘটনাই জানে না। আমি কেবল এটুকুই বলব, বোনের সম্মান রক্ষাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ’। কারিশমার দাম্পত্যজীবনের চড়াই-উৎরাইয়ে যখন সবাই মতামত দিচ্ছিল, তখন 'বেবো' যেন ছিলেন নীরব সঙ্গী।
এসএন