আগামী বছরের ১ থেকে ২৩ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় বসছে নারী এশিয়া কাপের আসর। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনিতে মহাদেশীয় নারী ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার ১২ দলের ড্র অনুষ্ঠিত হচ্ছে। জমকালো এই আয়োজনের জন্য এএফসি স্বাগতিক অস্ট্রেলিয়ার পাশাপাশি সব অংশগ্রহণকারী দেশের কোচ ও অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছিল। তবে প্রথমবার এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলেও, ড্র অনুষ্ঠানে থাকছে না বাংলাদেশের কোনো প্রতিনিধি।
ড্র অনুষ্ঠানের আগে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড় ও কোচরা সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে উপস্থিত ছিল তাইওয়ান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনাম। তবে বাংলাদেশের সঙ্গে অনুপস্থিতির তালিকায় ছিল জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইনও।
প্রসঙ্গত, এশিয়ান ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টের ড্র সাধারণত মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
তবে এবারের নারী এশিয়া কাপের ড্র ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিডনিকে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আয়োজনটি হবে সিডনি হারবারের সামনে, জমকালো পরিবেশে।
এএফসির ড্র অনুষ্ঠানে এর আগে কখনোই বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না। এবার প্রথমবার সুযোগ মিললেও সেটিকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং দায়িত্ব ঠেলে দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাঁধে। তার বক্তব্য, ‘এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। সভাপতিকে জিজ্ঞেস করুন।’
এদিকে, ড্রয়ে বাংলাদেশ রয়েছে চতুর্থ পটে।
ফলে একই পটে থাকা ভারত ও ইরানের সঙ্গে একই গ্রুপে পড়বে না পিটার বাটলারের শিষ্যরা। তবে প্রথম পটের দল অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে যেকোনো একটির মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় পটে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। ভাগ্য সহায় হলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভিয়েতনামের গ্রুপেই জায়গা পেতে পারে লাল-সবুজ জার্সিধারীরা।
এমকে/টিএ