নবাব পরিবারের মেয়ে বলে কথা! উপরন্তু বলিউডে সাত বছরের ফিল্মি কেরিয়ারেই ঝকঝকে মার্কশিট তৈরি করে ফেলেছেন সারা আলি খান। স্টারকিড হওয়ার সুবাদে শৈশব থেকেই লাইমলাইটে তিনি। স্বাভাবিকভাবেই সারার গতিবিধিও নজরে থাকে সবসময়ে। অতঃপর অভিনেত্রী যখন প্রেমে হাবুডাবু খাচ্ছেন, তখন সেই খবর কি আর ধামা চাপা থাকে? সম্প্রতি সারা আলি খান গুরুদ্বারে গিয়েছিলেন। সেখানেই বিশেষ বন্ধুর সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ছবিশিকারিরা।
চলতি বছরের এপ্রিল মাসেও এক ‘রহস্যময় পুরুষ’-এর সঙ্গে কামাখ্যায় পুজো দিতে গিয়েছিলেন সারা। পরবর্তীতে জানা যায়, তিনি অর্জুন প্রতাপ বাজওয়া। বিগত দেড় বছর ধরেই নাকি অর্জুনের সঙ্গে সম্পর্কে রয়েছেন নবাবকন্যা। কে সেই পুরুষ, যাঁকে সইফকন্যা মন দিলেন? বলিউড মাধ্যম সূত্রে খবর, পাঞ্জাবের বর্ষীয়ান বিজেপি নেতা ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে অর্জুন প্রতাপ বাজওয়া। বাবা রাজনীতিবিদ হলেও, অর্জুন কিন্তু ফ্যাশন জগতের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপনের দুনিয়াতেও বেশ নাম করেছেন। তা সারা আলি খানের সঙ্গে অর্জুনের নাম জুড়ল কীভাবে?
আসলে গতবছর থেকে নবাবকন্যা যেখানেই যান, সেখানেই সঙ্গী হিসেবে দেখা যায় অর্জুন প্রতাপ বাজওয়াকে। কখনও কেদারনাথ, কখনও কামাখ্যা, শুধু আধ্যাত্মিক সফরই নয়, একসঙ্গে রাজস্থান ট্রিপেও গিয়েছিলেন সারা-অর্জুন। আর এবার যুগলকে দেখা গেল মুম্বইয়ের এক গুরুদ্বারে। অভিনেত্রীর পরনে সাদা সালোয়ার। মাথায় ওড়না। আর অর্জুনকে দেখা গেল ক্যাজুয়াল পোশাকে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই নবাবকন্যার অনুরাগীরা উচ্ছ্বসিত।
এমকে/টিএ