ম্যাঞ্চেস্টার টেস্টে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ডামাডোল অব্যাহত। জাদেজা-সুন্দররা যখন সেঞ্চুরির মুখে, ড্রয়ের আজব প্রস্তাব দিয়ে এমনিতেই নেটিজেনদের রোষানলে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ঘরে বাইরে ইংল্যান্ড অধিনায়কের আচরণের সমালোচনা চলছে। ‘ঘরে’ যেমন জিওফ্রে বয়কট ইংল্যান্ডকে তোপ দেগেছেন, তেমনই ‘বাইরে’ সুনীল গাভাসকরও স্টোকসের সমালোচনায় মুখর।
ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি করেছিলেন বেন স্টোকসও। ১৪১ রান করে আউট হন তিনি। যার সুবাদে ইংল্যান্ড ৬৬৯ রান তোলে। সেই প্রসঙ্গে গাভাসকর বলেন, “আমি ভারতীয় দলের জন্য খুব খুশি। পিচ যাই হোক না কেন, চাপের মুখে মাত্র ৪ উইকেট হারিয়ে ড্র করেছে। আমার তো প্রশ্ন করতে ইচ্ছা করছে, ইংল্যান্ড ডিক্লেয়ার না করে কেন ব্যাট করল? কেন ৩১১ রানের লিড নিল? ২৪০ বা ২৫০ রানের লিড নিলেও তো পারত। স্টোকসের সেঞ্চুরির পর কেন ডিক্লেয়ার ঘোষণা করল না? শুভমান গিল সাংবাদিক সম্মেলনে এলে আমি ওকে বলতাম এই পালটা প্রশ্ন করতে।”
অন্যদিকে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার বয়কট বলছেন, “যেরকম আচরণ করবে, সেরকম ফেরত পাবে। আমি তো স্টাম্প মাইকে শুনছিলাম, ইংল্যান্ড প্লেয়াররা কী বলছিল। তাহলে ভারতই বা কেন ভদ্র আচরণ করবে? তারা সারাদিন ধরে ব্যাট করে দলের জন্য ৮৯ রান করল। সেখানে থেকে কেন ফিরে আসবে? রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরি প্রাপ্য ছিল।”
এমকে/টিএ