স্বামী সঞ্জয় কপূরের মৃত্যুর পর থেকেই যেন একের পর এক চমক দিয়ে যাচ্ছেন প্রিয়া সচদেব। এবার রাতারাতি ইনস্টাগ্রাম প্রোফাইল মুছে ফেলার খবরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। মঙ্গলবার রাত থেকেই গুঞ্জন, প্রিয়া তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করেছেন— অনেকেই ধরে নিয়েছিলেন এর পেছনে নিশ্চয়ই রয়েছে ব্যক্তিগত কোনও কৌশল। কেউ কেউ বলেছিলেন, হয়তো সঞ্জয়ের বিপুল সম্পত্তির উত্তরাধিকারের লড়াইয়ের সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়, সবটাই গুজব। প্রিয়ার ভেরিফায়েড প্রোফাইল এখনও বহাল তবিয়তে রয়েছে। লক্ষাধিক অনুগামীর প্রোফাইলে এখনও তাঁর ছবি, পোস্ট, স্মৃতি— সবই দেখা যাচ্ছে। যদিও এই বিভ্রান্তি নিয়েও মুখ খোলেননি প্রিয়া।
তবে এই মুহূর্তে তাঁর জীবনে সবচেয়ে বড় বিতর্কের নাম— সঞ্জয় কপূরের ৩০,০০০ কোটির সম্পত্তি। গত ১২ জুন, একটি পোলো ম্যাচ চলাকালীন সঞ্জয়ের আকস্মিক মৃত্যু ঘিরে এমনিতেই বিস্তর রহস্য দানা বেঁধেছে। মৃত শিল্পপতির মা রানি কপূর স্পষ্ট দাবি করেছেন, তাঁর ছেলের মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়। অভিযোগ উঠেছে ‘প্রাকৃতিক মৃত্যু’র আড়ালে লুকিয়ে থাকতে পারে বড় ষড়যন্ত্র।
এই মৃত্যুর পর থেকেই আলোচনায় এসেছে সঞ্জয়ের বিপুল সম্পত্তি। প্রশ্ন উঠেছে— কে হবেন প্রকৃত উত্তরাধিকারী?
সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূরের নামও এসেছে। শোনা যাচ্ছে, তিনিও দাবি করেছেন সম্পত্তির অংশ। অন্যদিকে, বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবও পিছিয়ে নেই।
সম্প্রতি এক বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়া। স্বামীর সংস্থা সোনা কমস্টার-এর নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। আর সেই সঙ্গে বদলে ফেলেছেন নিজের পদবিও। এখন আর তিনি প্রিয়া সচদেব নন, বরং নিজের ইনস্টাগ্রামে পরিচয় দিয়েছেন ‘প্রিয়া সঞ্জয় কপূর’ হিসেবে। নাম বদলের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকে বলছেন, উত্তরাধিকার দাবির লড়াইয়ে নিজের অবস্থান শক্ত করতে এই কৌশল নিচ্ছেন তিনি।
তবে উত্তরাধিকারী হওয়ার দাবিতে লড়ছেন শুধু প্রিয়া নন— সঞ্জয়ের মা রানি কপূর এবং করিশ্মা কপূর, তিনজনেরই রয়েছে নিজেদের দাবি ও অবস্থান। এমনকি দিল্লির কপূর বাড়িতে এই নিয়ে চাপা অশান্তিও নাকি বেশ কিছুদিন ধরেই চলছে।
এখন দেখার, এই সম্পত্তি বিতর্কের শেষ সুর কোন পথে গড়ায়। সঞ্জয়ের মৃত্যু কি আদৌ স্বাভাবিক? না কি এর আড়ালে রয়েছে গভীর ষড়যন্ত্র? উত্তর সময়ই দেবে।
এসএন