বলিউড ডিভা জানহভি কাপুর আবারও নজর কাড়লেন নিজের স্টানিং র্যাম্প ওয়াক দিয়ে। ডিজাইনার জয়ন্তী রেড্ডির শো-তে ওয়াক করে আলোড়ন তুললেন জানহভি। সদ্য তেলুগু ইন্ডাস্ট্রিতে ‘দেবারা’ ছবির মাধ্যমে ডেবিউ করেছেন তিনি, যেখানে ছিলেন জুনিয়র এন.টি.আর-এর বিপরীতে। সেখানকার সাফল্যের পর এবার র্যাম্পেও দেখালেন নিজের কমান্ডিং প্রেজেন্স।
দর্শনীয় পোশাক, কনফিডেন্ট এক্সপ্রেশন আর এলিগ্যান্ট হাবভাব—সব মিলিয়ে জানহভি যেন হেঁটে এলেন স্টাইল আর পাওয়ারের প্রতীক হয়ে। ফ্যাশন ক্রিটিকদের মতে, জানহভি শুধু স্ক্রিনেই নয়, র্যাম্পেও দেখাচ্ছেন নিজের শোস্টপার অবতার।
একটা সময় বলা হতো জানহভি সিনেমার পরবর্তী প্রমিজিং ফেস। এখন স্পষ্ট, তিনি ফ্যাশন ওয়ার্ল্ডেও এক শক্তিশালী নাম। প্রতিবারের মতো এবারও তাঁর উপস্থিতিতে তাক লাগল গোটা শো। সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছেন তাঁর এই গ্ল্যামারাস লুক।
ফলে বলাই যায়, সিনেমা আর ফ্যাশন—দুটোতেই এখন ছড়ি ঘোরাচ্ছেন জানহভি কাপুর!