মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ঘিরে নতুন করে সম্পর্কের গুঞ্জনে মুখর হয়েছে নেটদুনিয়া। সম্প্রতি মন্ট্রিয়লের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় তাদের ‘ঘনিষ্ঠ’ নৈশভোজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
বিখ্যাত ট্যাবলয়েড টিএমজেড এক প্রতিবেদনে জানায়, মন্ট্রিয়লের অভিজাত রেস্টুরেন্ট ‘লে ভায়োলিনে’-তে একসঙ্গে রাতের খাবার উপভোগ করতে দেখা যায় কেটি পেরি ও ট্রুডোকে। ভিডিওতে দেখা যায়, কেটি পেরি পুরোপুরি মনোযোগ দিয়ে ট্রুডোর সঙ্গে কথোপকথনে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে তার সঙ্গে কথা বলছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই জুটি রেস্তোরাঁয় প্রবেশ করেন এবং ককটেল, লবস্টারসহ নানা সুস্বাদু খাবার উপভোগ করেন। রেস্তোরাঁর শেফও তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খাবার শেষে তারা রেস্তোরাঁর রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।
বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পর তার পারফরম্যান্স রয়েছে অটোয়াতেও। ব্যক্তিগত জীবনে কেটি সম্প্রতি তার দীর্ঘদিনের বাগদত্তা অভিনেতা অরল্যান্ডো ব্লুম-এর সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। একসঙ্গে ১০ বছরেরও বেশি সময় কাটানো এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে—ডেইজি ডাভ। চলতি মাসেই তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন।
অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের তিন সন্তান—জাভিয়ের, এলা-গ্রেস ও হ্যাড্রিয়েন।
সামাজিক মাধ্যমে অনেকে এই নৈশভোজকে ‘সাধারণ বন্ধুত্ত্বপূর্ণ মিলন’ বলে ব্যাখ্যা করলেও অনেকেই মনে করছেন, এটি হতে পারে নতুন একটি সম্পর্কের সূচনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কেটি পেরি কিংবা জাস্টিন ট্রুডোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এফপি/টিএ