বলিউডে থ্রিলারের গল্প বলার ধারা বদলে দিয়েছিল ‘দৃশ্যম’। নীশিকান্ত কামাত পরিচালিত ছবিটি মুক্তির এক দশক পূর্ণ করল এ বছর।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি আসলে জিতু জোসেফের ২০১৩ সালের মালয়ালম ছবির হিন্দি সংস্করণ। তবে শুধু রিমেকের ট্যাগে আবদ্ধ থাকেনি এটি; অভিনয়, কাহিনি ও উপস্থাপনায় এটি দাঁড়িয়ে গেছে এক আলাদা উচ্চতায়।
অজয় দেবগন, টাবু ও শ্রেয়া সরণ অভিনীত ছবিটি মূলত একটি সাধারণ পরিবারের অসাধারণ বুদ্ধিমত্তায় সাজানো অপরাধ গোপন কাহিনি। চতুর্থ শ্রেণি পাস এক সাধারণ পরিবারের কর্তা কীভাবে নিজের পরিবারের নিরাপত্তায় আইনকে বোকা বানান, সেই গল্পে দর্শক মুগ্ধ হয়েছিল। অজয় দেবগনের সংযত অথচ তীক্ষ্ণ অভিনয়, টাবুর অনন্য শক্তিশালী উপস্থিতি- সব মিলিয়ে ছবিটি থ্রিলারের মানচিত্রে স্থায়ী জায়গা করে নেয়।
তীক্ষ্ণ সম্পাদনা, গভীর আবেগ, এবং চমকপ্রদ মোড়ে ভরা কাহিনি ‘দৃশ্যম’-কে করে তুলেছিল ব্যতিক্রম। মুক্তির এক দশক পরও ছবিটি বলিউডে সাসপেন্স থ্রিলারের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। অপরাধ, অপরাধবোধ ও পারিবারিক আনুগত্য- এই ত্রয়ী বিষয়কে এমন সুনিপুণভাবে বুনে দেওয়ার নজির আজও বিরল।
কেএন/এসএন