রাজনীতিতে তারকাদের যাতায়াত নতুন নয়। হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা থেকে শুরু করে সুনীল দত্ত সকলেই নির্বাচনী ময়দান পেরিয়ে সংসদ পর্যন্ত গেছেন। এমনকি অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির তারকাও একসময় রাজনীতির মাঠে নেমেছিলেন, যদিও মোহভঙ্গ হয়েছিল অল্প সময়েই। এবার সেই তালিকায় কি নাম লেখাতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান?
গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে জল্পনার আগুনে ঘি ঢেলে দিলেন ভাইজান। ছবিতে দেখা যায়, সাদা পাঞ্জাবি-পাজামা আর নেহরু কোটে সজ্জিত সালমান দুই হাত তুলে জনতার উদ্দেশে নমস্কার জানাচ্ছেন। আশপাশে উড়ছে সাদা পতাকা, সামনে বিশাল জনসমুদ্র। দৃশ্যপট দেখে যে কেউ বলবে, কোনো বড় রাজনৈতিক সভায় ভাষণ দিতে এসেছেন ‘টাইগার’। ছবির নিচে লেখা-‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে…’।
এই একটি বাক্যই এখন গুঞ্জনের জন্ম দিয়েছে। অনেকেই ধরে নিচ্ছেন, বলিউডের ‘ভাইজান’ বুঝি নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছেন। সামনে তো লোকসভা নির্বাচনও, সালমান কি তবে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামবেন?
তবে, বাস্তবতা একটু ভিন্ন। খুব দ্রুতই জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। এটি কোনো আসল জনসভার ছবি নয়, বরং নির্মিত হয়েছে একটি নির্দিষ্ট প্রচারকৌশলের অংশ হিসেবে।
সূত্র বলছে, এই ছবিটি ‘বিগ বস ১৯’-এর প্রচারমূলক ধারণার সঙ্গে যুক্ত। এবারের মৌসুমে নাকি ‘নির্বাচন’ থিমে সাজানো হচ্ছে পর্বগুলো। সেই ভাবনাতেই সালমানকে ‘নেতা’র বেশে উপস্থাপন করা হয়েছে।
তবে আরেকটি সূত্র বলছে, এটি সালমান খানের নতুন কোনও সিনেমার ইঙ্গিতও হতে পারে। সম্প্রতি ভারত-চীন সীমান্ত সংঘাতকে ঘিরে ‘ব্যাটেল অব গালওয়ান’ নামের একটি ছবির প্রস্তুতি নিচ্ছেন তিনি। যেখানে শহিদ কর্নেল বিকুমল্লা সন্তোষবাবুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভাইজানকে।
সিনেমা হোক বা টেলিভিশন অনুষ্ঠান ,রাজনীতির আবহে সালমানের এই পোস্ট যে অনুরাগীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ, তা আর বলার অপেক্ষা রাখে না।
এমকে/টিএ