আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা জয়ের বিশ্ব রেকর্ড গড়ল উগান্ডা। গত বছরের অক্টোবর থেকে টানা ১৭টি ম্যাচ জিতেছে তারা।
আন্তর্জাতিক ক্রিকেটে উগান্ডার ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। ২৭ বছর আগে ১৯৯৮ সালে তারা আইসিসির সহযোগী সদস্যের স্ট্যাটাস পেয়েছিল।
প্রায় ২১ বছর পর ২০১৯ সালে তারা প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে। নিজেদের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে বোতসোয়ানাকে ৫২ রানের ব্যবধানে হারায় তারা। এরপর থেকে সংস্করণটিতে দ্রুত উন্নতি করতে থাকে তারা।
২০২৩ সালের নভেম্বরে আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আইসিসির পূর্ণ সদস্য জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখায় তারা। এরপর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ক্রিকেট বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে তারা। বড় দলগুলোর বিপক্ষে জয় না পেলেও সেখানে তাদের প্রাপ্তি ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়।
বিশ্বকাপের পর নিজেদের আরও একধাপ এগিয়ে নিয়ে যায় উগান্ডা। ২০২৪ সালের অক্টোবরে শুরু হয় তাদের অপরাজেয় যাত্রা। একে একে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৭ জয় তুলে গড়ে বিশ্ব রেকর্ড। এই সময়ের মধ্যে তারা বাহরাইন, বোতসোয়ানা, রুয়ান্ডা, নাইজেরিয়া, সিঙ্গাপুর, ইতালি, হংকং, তানজানিয়া, কেনিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিপক্ষকেও দুবার হারিয়েছে তারা।
এর আগেও টানা ১১ জয় পেয়েছিল উগান্ডা। সবমিলিয়ে ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে তারা জিতেছে ৮৭ ম্যাচেই। হেরেছে মাত্র ২৩টি।
রেকর্ডটি অবশ্য উগান্ডা গড়েছে সপ্তাহখানেক আগেই। পার্ল অব আফ্রিকা টুর্নামেন্টে গত ২৫ জুলাই কেনিয়াকে ৬ উইকেটে ব্যবধানে হারিয়ে টানা ১৬তম জয় তুলে নেয় তারা। তাতে পেছনে ফেলে টানা ১৫ জয় তুলে নেয়া স্পেনকে। আর গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতে হারিয়ে রেকর্ডটি আরেকটু সমৃদ্ধ করে উগান্ডা।
অবশ্য এ রেকর্ড ভাঙার সুযোগ এখনো আছে স্পেনের। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে টানা ১৫ ম্যাচ জিতেছে স্পেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টানা ১২ জয়ের রেকর্ড আফগানিস্তান ও ভারতের দখলে।
এমআর/টিকে