শুক্রবার ওভাল টেস্টের দ্বিতীয় দিন সাদা হেডব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেল ইংল্যান্ডের ক্রিকেটারদের। কারণ দেশটির সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্পকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশরা। কিছু কিছু দর্শককেও সাদা রংয়ের হেডব্যান্ড পরতে দেখা গেছে।
গত বছরের ৪ অগস্ট মারা যান থর্প। তাই আজকের দিনটি তাকে উৎসর্গ করা হয়েছে। ১ অগস্ট ছিল থর্পের জন্মদিন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেছেন থর্প। মিডল অর্ডারে ব্যাটিংয়ের জন্য তার খ্যাতি ছিল। সবমিলিয়ে ৬৭৪৪ রান করেছেন। সারের হয়ে ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফর্ম করেছেন। অবসরের পর ইংল্যান্ডসহ বিভিন্ন দলে কোচিং করিয়েছেন।
ইংল্যান্ডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ক্রিকেটার বলে পরিচিত ছিলেন থর্প। দীর্ঘ দিন ধরে মানসিক হতাশায় ভুগতে থাকা এই ক্রিকেটার গত বছর আত্মহত্যা করেন। ক্রিকেট ছাড়াও স্কুলে পড়ার সময় থর্প ফুটবল খেলেছেন। কাউন্টি পর্যায়ে লং জাম্পে অংশ নিয়েছেন।
থর্পকে নিয়ে ‘ডেইলি মেইল’-এ নিজের কলামে নাসের হুসেন লিখেছিলেন, 'যারা ওর সঙ্গে খেলেছে তারা কেউ কোনও দিন ওকে নিয়ে খারাপ কথা বলেনি। খেলাধুলোয় মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কতটা জরুরি সেটা মনে করানো দরকার।'
এমআর/টিকে