ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ‘সেরা জনপ্রিয় ছবি’র খেতাব জিতে নিয়েছে রনবীর সিং ও আলিয়া ভাটের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সিনেসমালোচক থেকে দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। বক্স অফিসেও পেয়েছিল সাফল্য।
এবার সেই সিনেমার ঝুলিতেই এল জোড়া জাতীয় পুরস্কার।
সেরা কোরিওগ্রাফির (ঢিন্ডোরা বাজে রে) পুরস্কারও গেছে এই সিনেমার ঝুলিতেই। যার জেরে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পর্দার ‘রকি-রানি’ রণবীর সিং এবং আলিয়া ভাট। উচ্ছ্বাস প্রকাশ করে দর্শকদের ধন্যবাদ জানালেন পরিচালক-প্রযোজক করণ জোহরও।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির পর বিশ্বজুড়ে সাড়ে ৩০০ কোটির ব্যবসা করে বলিউডের বক্স অফিস চাঙ্গা করেছিল।
শুধু তাই নয়, সাত বছর পর পরিচালকের আসনে ফিরে বলিউডের সেই চিরাচরিত ‘ফ্যামিলি ড্রামা’র স্বাদ ফিরিয়ে এনেছিলেন করণ জোহর।
‘সেরা পপুলার ছবি’ হিসেবে জাতীয় পুরস্কার জিততেই রণবীর সিং বলছেন, “‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র আসল জয় হলো, এই ছবিটির সঙ্গে দর্শকরা একাত্ম হতে পেরেছিলেন। আর সেই জন্যই এটা তাদের কাছে কমফোর্টের জায়গা হয়ে ওঠে। আর সেটাই তাদেরকে বারবার রকি অউর রানির জন্য হলমুখী করেছে।
দর্শকরা এই সিনেমা একাধিকবার দেখেছে। মন হালকা করা একটা সিনেমা। এটাই তো আসল বিনোদন। গর্বিত বোধ করছি, ধন্য বোধ করছি, আমরা কৃতজ্ঞ।”
উচ্ছ্বসিত আলিয়া ভাটের মন্তব্য, “দারুণ ম্যাজিক্যাল মুহূর্ত! টিমের সবাইকে ভালোবাসা, তোমাদের জন্যই এই সিনেমা এতটা ম্যাজিক্যাল হয়ে উঠেছে।"
এফপি/টিএ