দুই দলই পাঁচ ম্যাচে চারটিতেই জয় পেয়েছে। তবে সেমিফাইনালে পরীক্ষার মুখে পড়তে হয়নি পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে। শহিদ আফ্রিদি-মিসবাহ-উল-হকদের বিপক্ষে ম্যাচ বয়কট করেন যুবরাজ-হরভজনরা। ফলে ভারতের বিপক্ষে ওয়াকওভার নিয়ে ফাইনালে উঠে যায় পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার অবশ্য ফাইনালের আগে বড় লড়াই করতে হয়েছে সেমিফাইনালে। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১ রানে জয় পান এবি ডি ভিলিয়ার্স-হাশিম আমলারা।
ফলে ফাইনাল মুখোমুখি পাকিস্তান চ্যাম্পিয়ন্স আর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় শিরোপা লড়াইয়ে নামবে দুই দল।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স স্কোয়াড
শারজিল খান, শোহাইব মাকসুদ, কামরান আকমল (উইকেটরক্ষক), ফাওয়াদ আলম, উমর আমিন, আসিফ আলি, শোয়েব মালিক (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, আমির ইয়ামিন, সোহেল খান, সোহেল তানভির, সাইদ আজমল, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, সরফরাজ আহমেদ, রুম্মান রেইস, মিসবাহ-উল-হক, শহিদ আফ্রিদি, ইউনিস খান, আবদুল রাজ্জাক।
জেজে স্মাটস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), মরনে ফন বিক (উইকেটরক্ষক), সারেল এরউই, জেপি ডুমিনি, হেনরি ডেভিডস, ওয়েন পারনেল, হারডাস ভিলজয়েন, জ্যাকস রুডলফ, অ্যারন ফ্যাঙ্গিসো, ডোয়াইন অলিভার, ইমরান তাহির, এলবি মরকেল, হাশিম আমলা, ক্রিস মরিস, ডেন ভিলাস, রিচার্ড লেভি।
পিএ/টিএ