দুই বছর আগে সন্ত্রাসবাদের গল্প নিয়ে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক। অনেকেই মনে করেছিলেন, সিনেমাটি তরুণ সমাজ সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করবে। এত কিছুর পরও যখন সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, তখন আরো একবার ছবিটি নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেন কেরালার মুখ্যমন্ত্রী।
ছবিটিতে বেশ কয়েকজন তরুণীদের দেখানো হয়েছিল যারা প্রেমের জালে ফেঁসে, মুসলিম ধর্ম গ্রহণ করেছিল।
পরবর্তীকালে তারা বেছে নেয় জঙ্গি জীবন। ছবিটি মুক্তির পর গল্পের বিষয়বস্তু নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন। বাংলাতেও এই ছবিটি বন্ধের দাবি জানানো হয়েছিল। যদিও পরবর্তীকালে আইনি জট কাটিয়ে এই ছবিটি মুক্তি পেয়েছিল গোটা ভারতবর্ষজুড়ে।
এবার ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেই ছবিটি সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছে।
তবে সিনেমাটি জাতীয় পুরস্কার পেতেই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এই সিনেমাটি খুব স্পষ্টভাবে কেরালার ভাবমূর্তি নষ্ট করেছে। এই রাজ্যে শিক্ষার আলো যথেষ্ট পর্যাপ্ত।’
তিনি আরো লিখেন, ‘সিনেমায় কেরালার তরুণ সমাজকে যেভাবে দেখানো হয়েছে তা পুরোপুরি ভ্রান্ত। রাজ্যে ধর্মীয় পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই সিনেমাকে যারা পুরস্কৃত করেছেন, তারা নিশ্চিতভাবে সংঘ পরিবারকে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।’
মুখ্যমন্ত্রী ছাড়াও এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে লেখেন, ‘জাতীয় পুরস্কার নয়, বরং এই সিনেমাটিকে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া উচিত।
এই ছবিটি কেরালার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করেছে। কেরালা কখনোই এই অপমান মেনে নেবে না।’
এফপি/টিএ