৩ সংগঠনের কর্মসূচিতে রাজধানীতে তীব্র যানজট

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এছাড়া শনিবারেও বন্ধ থাকে সরকারি সব অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান। সে ক্ষেত্রে প্রতি রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস। এমনিতেই এ দিনে রাজধানী ঢাকা জুড়ে প্রচণ্ড গাড়ির চাপ থাকে। এরমধ্যে আজকের ছাত্রদল, এনসিপি ও সাইমুম শিল্পীগোষ্ঠীর কর্মসূচির কারণে নগর জুড়ে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, বনানী, মহাখালী ও গুলশান এলাকা ঘুরে সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে। 

জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পীগোষ্ঠী। এসব রাজনৈতিক কর্মসূচির কারণে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশস্থলে যাচ্ছেন।

ফলে রাজধানীর সড়কগুলোতে গাড়ির পাশাপাশি মানুষেরও বাড়তি চাপ দেখা গেছে। এছাড়া একযোগে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষার চাপের প্রভাব পড়েছে সড়কে। ফলে দীর্ঘ যানজটে ও যানবাহনের ধীরগতিতে বিপাকে পড়েছেন কর্মমুখী নগরবাসী।

সকালের শুরুতে সড়কে যানবাহনের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়তেই সড়কে বাড়তে থাকে গাড়ি ও সাধারণ মানুষ। ফলে বাড়তে থাকে যানবাহনের ধীরগতি। গণপরিবহনগুলোতে যাত্রীর চাপ চোখে পড়ার মতো। ফলে রাজধানীর বাসপয়েন্টগুলোতে অপেক্ষারত যাত্রীদের গণপরিবহনের গেটে ঝুলাঝুলি করে চলাচল করতেও দেখা গেছে। আবার কোনো কোনো গণপরিবহনে যাত্রীর চাপ কিছুটা কমও দেখা গেছে।


অন্যদিকে রাজধানীতে দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণের কথা আগে থেকেই জানিয়েছিল ডিএমপি। গতকাল শনিবার এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষ্যে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময় বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করা হলো।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

কাটাবন মোড় : সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড় : হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য : নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

এমআর/টিকে      

Share this news on:

সর্বশেষ

img
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া Aug 05, 2025
img
টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান Aug 05, 2025
img
আর্জেন্টাইন গায়িকার সঙ্গে লামিনে ইয়ামালের প্রেমের গুঞ্জন Aug 05, 2025
img
ভারতকে ট্রাম্পের কড়া বার্তা, পাশে দাঁড়াল রাশিয়া Aug 05, 2025
img
দ্যা রাজা সাহেবের নতুন পোস্টারে আলোচনায় প্রভাস–মালভিকা Aug 05, 2025
img
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শেহনাজ গিল Aug 05, 2025
img
বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ বললেন প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ: প্রেস সচিব Aug 05, 2025
img
একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ হলে জাতি তা প্রত্যাখ্যান করবে : গোলাম পরওয়ার Aug 05, 2025
img
জাতীয় সংগীতে শুরু ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান Aug 05, 2025
img
নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে: সালাহউদ্দিন টুকু Aug 05, 2025
img
ওয়ার ২- এ এনটিআরের নাচে মুগ্ধ হৃতিক রোশন Aug 05, 2025
img
জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
মানিক মিয়া এভিনিউয়ে বৃষ্টিতে ভিজে কনসার্ট দেখছেন ছাত্র-জনতা Aug 05, 2025
img
পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু সাগরপাড়ে ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী Aug 05, 2025
img
নারী-প্রধান অ্যাকশন থ্রিলারে নতুন রূপে জ্যাকুলিন ফার্নান্দেজ Aug 05, 2025
img
হাসিনার শেষ দিন ভারতেই কাটবে, ধারণা আসিফ নজরুলের Aug 05, 2025
img
মানিক মিয়া অ্যাভিনিউতে রাজনৈতিক দলের প্রতিনিধিরা Aug 05, 2025
img
ওয়ার ২ শেষে কান্তারায় বড় চমক নিয়ে ফিরছেন এনটিআর Aug 05, 2025
img
ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবে না : চট্টগ্রামের পুলিশ সুপার Aug 05, 2025