অজয় দেবগনের পরবর্তী হরর ছবি ‘শয়তান ২’ ঘিরে উন্মাদনা আরও বেড়ে গেল, যখন গুজরাটি সুপারন্যাচারাল ফ্র্যাঞ্চাইজি ‘ভাশ’-এর নির্মাতারা তাদের সিকুয়েল ‘ভাশ বিভাশ লেভেল ২’-এর ট্রেইলার প্রকাশ করলেন। নতুন ট্রেইলারে ভয় আরও গাঢ়, অতিলৌকিক বিপদ আরও প্রকট—ফিরে এল সেই শয়তানের উপাসক, আর এইবার শহর জুড়ে শত শত স্কুলছাত্রী কালো জাদুর শিকার!
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘শয়তান’ ছিল ‘ভাশ’-এর একেবারে হুবহু রিমেক। সেই সূত্র ধরেই এখন দর্শকদের জল্পনা, তবে কি ‘শয়তান ২’ এবার ‘ভাশ ২’-এর কাহিনি অনুসরণ করতে চলেছে? ‘ভাশ বিভাশ লেভেল ২’-এর ভয়াল সব ঝলক, রহস্যঘন আবহ এবং শয়তান উপাসনার চরম পর্যায় দেখে এমনটাই ভাবছেন অনেকে।
দর্শকদের মতে, যদি বলিউড রিমেক হয় এই গল্পের, তবে আগের থেকে অনেক বেশি অন্ধকার, ভয়ের, ও শয়তানি আবেশে মোড়া ছবি আসতে চলেছে সিনেমা হলে। প্রথম ছবির সাফল্যের পর ‘শয়তান ২’ নিয়ে কৌতূহল তুঙ্গে।
এই ছবি যে এক সর্বভারতীয় ব্লকবাস্টার অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে, তার ইঙ্গিত মিলছে এখন থেকেই। এখন শুধু অপেক্ষা—‘শয়তান ২’-এর আনুষ্ঠানিক ঘোষণার।
এসএন