আফিফ হোসেনের হাফ সেঞ্চুরির সঙ্গে সাইফ হাসান, জিসান আলম, ইয়াসির আলী রাব্বিদের ব্যাটে জেতার জন্য যথেষ্ট পুঁজিই পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ জেতাতে বাকি কাজটা সেরেছেন মাহমুদ ও মুশফিক হাসান। ‘এ’ দলের দুই পেসার মিলে নিয়েছেন ৬ উইকেট। এ ছাড়া মাহফুজুর রাব্বির শিকার ২ উইকেট। তাদের বোলিংয়েই ১৪৪ রানে থামতে হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্সকে। তৃতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৭২ রান তাড়ায় এইচপিকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন ও হাবিবুর রহমান সোহান। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৬১ রান তোলে এইচপি। তাদের জমে ওঠা জুটি ভাঙেন মাহফুজুর। বাঁহাতি স্পিনারের বলে মৃত্যুঞ্জয় চৌধুরিকে ক্যাচ দিয়ে ফেলেন ২৫ রান করা মাহফিজুল। একই ওভারে আউট হয়েছেন সোহানও। বাঁহাতি স্পিনারের বলে নাইম শেখের হাতে ক্যাচ দিয়েছেন ২৮ বলে ৩৫ রান করে। চারে নেমে সুবিধা করতে পারেননি প্রিতম কুমার।
৭ রান করা ডানহাতি উইকেটকিপার ব্যাটারের উইকেট নিয়েছেন মুশফিক। দলের রান একশ ছুঁতেই ফিরেছেন আইচ মোল্লা। তাকে ফিরিয়েছেন হাসান। একই ওভারে আব্দুল্লাহ আল মামুনের উইকেটও নিয়েছেন ডানহাতি এই পেসার। ১০০ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত আরিফুল ইসলামের ৩৮ রানের ইনিংসে ১৪৪ রান তোলে এইচপি। ‘এ’ দলের হয়ে হাসান ও মুশফিক তিনটি করে উইকেট নিয়েছেন। স্পিনার মাহফুজুর পেয়েছেন দুইটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিলেন নাইম শেখ ও জিসান আলম। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি আশরাফুল রোহান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানের দেখা পেলেও শেষ ম্যাচে ব্যর্থ নাইম। ১০ বলে ১০ রান করে ফিরেছেন তিনি। একটু পর আউট হয়েছেন আরেক ওপেনার জিসানও। নাঈম সাকিবের বলে সোহানের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ বলে ২৪ রান করা ডানহাতি ওপেনার।
৩৫ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন আফিফ ও সাইফ। তারা দুজনে মিলে ৭৯ রান যোগ করেছেন। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি সাইফের। সমান তিনটি করে ছক্কা ও চারে ২৯ বলে ৪২ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার। সাইফ না পারলেও হাফ সেঞ্চুরি পেয়েছেন আফিফ। পঞ্চাশ ছোঁয়ার পর আউট হয়েছেন তিনিও।
মেহেদী হাসানের বলে আউট হওয়ার আগে ৫ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন আফিফ। শেষের দিকে ১৬ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির আলী রাব্বি। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া নুরুল হাসান সোহানকে তৃতীয় ম্যাচের একাদশে রাখা হয়নি। এইচপির হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন নাঈম, আশরাফুল ও মেহেদী।
সংক্ষিপ্ত স্কোর—
বাংলাদেশ ‘এ’ দল— ১৭১/৬ (২০ ওভার) (জিসান ২৪, নাইম ১০, সাইফ ৪২, আফিফ ৬৪, ইয়াসির ২৪*; শফিকুল ৩/৩৭)
বাংলাদেশ এইচপি— ১৪৪/৯ (২০ ওভার) (মাহফিজুল ২৫, সোহান ৩৫, আরিফুল ৩৮; মুশফিক ৩/৩০, হাসান ৩/৩৭, ২/২৩)
এসএন