আমির খান মানসিক লুপে আটকা পড়ে গেছে : দীপংকর দীপন

বলিউড তারকা আমির খান সম্প্রতি তার নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’-এর প্রচারে একটি ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছেন। তবে এই ভিডিও এবং এর পেছনের কিছু বিষয় নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার দীপংকর দীপন। তার মতে, আমির খান বর্তমানে একটি মানসিক ‘লুপ’ বা চক্রের মধ্যে আটকে আছেন, যেখানে তিনি নিজের ব্যর্থতাগুলোকে সহজে মেনে নিতে পারছেন না।

দীপন তার পোস্টে উল্লেখ করেছেন, আমির খানের নতুন সিনেমাটি ১২৫ কোটি টাকার ওটিটি প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউটিউবে ১০০ টাকায় ‘পে পার ভিউ’ সিস্টেমে মুক্তি দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের প্রচারণার জন্য আমির তার ছেলে জুনায়েদের সঙ্গে একটি ভিডিও তৈরি করেছেন। এই ভিডিওতে আমির নিজেকে ‘নেপো কিড’ হিসেবে আখ্যায়িত করা থেকে শুরু করে নানা ধরনের কৌতুক করেছেন। তবে দীপংকরের মতে, এই হাসির আড়ালে আমির খান তার দুটি ব্যর্থ সিনেমা, ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে আবারও কথা বলেছেন।

দীপন মনে করেন, আমির খান তার এই দুটি সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিতে রাজি নন। একজন সৃজনশীল মানুষ হিসেবে তিনি এই ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা করছেন। এই কারণেই তিনি বিগত ছয় মাস ধরে বিভিন্ন টকশো ও পডকাস্টে বারবার এই বিষয়গুলো তুলে ধরছেন। দীপংকর বলেন, ‘মেসিকে কখনো দেখেছেন পেনাল্টি শুট মিস হওয়া নিয়ে নানা কারণ দেখাতে?’

তার কথায়, ‘শেষ ছয়মাস যাবত আমির তার প্রচলিত অভ্যাস ভেঙ্গে প্রচুর টকশো-পডকাস্টে- স্টেজ কনভারসেশন- এসে এই দুটি ছবিসহ তার ক্যারিয়ার নিয়ে নানা কথা বলেছেন। মানুষ যা বলেনা- সেটিও কিন্তু মানুষ অন্যভাবে জানান দেয় আসলে। সেভাবে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে নিজের ক্যারিয়ার নিয়ে আমির খানের একটি গোপন অহংকার আছে।’

‘আবার তিনি সেটা খুব সুক্ষ্মভাবে গোপন করারও চেষ্টা করেন বারবার। সেই গোপন অহংকারটা বজায় রাখার জন্য থাগস অব হিন্দুস্তান - তার অপছন্দের সিনেমা হিসাবে অনেকবার আখ্যা দিয়েছেন- লাল সিং চাড্ডা নিয়ে তার সাধারণ বয়ান ছিল- “ আমি তো বিশ্বাস করেই বানিয়েছিলাম- ওয়ার্ক না করাতে হতাশ হয়েছি।” এসব তিনি এতবার বলেছেন যে, মানুষজন এই সব কথা শুনতে শুনতে একটু বিরক্তও হতে শুরু করেছে।’

তিনি লিখেছেন, ‘সেই বিষয় নিয়ে আবার এই প্রোমো ভিডিওতেও কথা বলছেন আমির খান। তিনি মনে প্রাণে থাগস অব হিন্দুস্তান ও লাল সিং চাড্ডার ব্যর্থতা তার নিজের দোষ বলে মানতে রাজি নন- যেহেতু তিনি ক্রিয়েটিভ মানুষ। তাই ক্রিয়েটিভ তরিকায় সেটা জানান ও দিতে চান এবার সূক্ষ্মভাবে জুনায়েদের উপর চাপিয়েছেন থাগস অব হিন্দুস্তান ও লাল সিং চাড্ডার ব্যর্থতা। হাসতে হাসতে কমেডির আড়ালে কিন্তু এবার সরাসরি। ব্যর্থতা ও সফলতা মিলেই মানুষের জীবন। এই সহজ সত্যটা তিনি মানতে চাননা বলেই ব্যর্থতা তাকে এত অস্থির করে।’

লুপে আটকা পড়ার কথা উল্লেখ করে দীপংকর দীপন বলেন, ‘আমির খান একটা মানসিক লুপে আটকা পড়ে গেছেন। লুপটা হচ্ছে- আমি যা করি পারফেক্ট করি- আমার যা পারফেক্ট হয় না তার জন্য আমি দায়ী নই। সেটি সরাসরি বলতে চাই না- আবার না বলে থাকতে পারি না। তাই চক্ষুলজ্জ্বার কারণে এটা সরাসরি বলতে না পেরে নানা ভাবে বলেই যাচ্ছেন বেচারা।’

‘পাওয়ারফুল মানুষ তাই আমাদের শুনতেও হচ্ছে। স্যার, কেউ পারফেক্ট না। ব্যর্থতা নিয়ে ভাবার কথা বলার দরকারই নেই। আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন। আপনার তারে জামিন পার, দাঙ্গাল, সিক্রেট সুপারস্টার আমাদের খুব পছন্দের সিনেমা। কোন সিনেমা কানেক্ট না করার ব্যর্থতা অপরাধ নয়- স্বাভাবিক প্রক্রিয়া।’

শেষে লিখেছেন, ‘প্রতিটি সিনেমা একটি ফর্মুলা একটা এক্সপিরিমেন্ট কোনটা কানেক্ট করে কোনটা করে না। আমরা আপনার নতুন কাজ দেখার অপেক্ষায় বসে আছি- পুরনো ব্যর্থতা নিয়ে আমাদের মাথাব্যাথা নেই। খুবই স্বাভাবিক- এই কথা আমির খানের কাছে পৌঁছাবে না। কিন্তু আমির খানের মত এই মানসিক প্রবলেমে আটকে যাওয়া মানুষদের কাছে- এই লেখা পৌঁছানোর সম্ভাবনা শক্ত।’

এসএন

Share this news on:

সর্বশেষ

বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি Aug 05, 2025
img
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ Aug 05, 2025
ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে শিবিরের র‍্যালি Aug 05, 2025
img
সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র Aug 05, 2025
img
রাজনীতিতে অন্যায়ের প্রতিবাদ করলে কি দেশ ছাড়তে হবে : রনি Aug 05, 2025
img
ওভালে রোনালদোর অনুপ্রেরণায় ইতিহাস গড়লেন সিরাজ Aug 05, 2025
img
পিআর-সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে: তাহের Aug 05, 2025
img
আইজিপির ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও, সতর্ক করল পুলিশ সদর দপ্তর Aug 05, 2025
img
গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার : প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
সিরাজগঞ্জে পুকুরে পড়ে প্রাণ গেল ১ জনের Aug 05, 2025
img
অনিয়মের অভিযোগে ‘বিনিময়’ প্ল্যাটফর্মকে বাতিল করল বাংলাদেশ ব্যাংক Aug 05, 2025
img
ই-রিটার্নে প্রথম দিনেই ১০ হাজার রিটার্ন দাখিল Aug 05, 2025
img
কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার: প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
এক ওভাল টেস্টেই ইংল্যান্ড ও ভারতের ২১ রেকর্ড! Aug 05, 2025
‘এক-এগারোর বাঘ’ দিয়ে ব্যর্থতা আড়াল করছে সরকার : নুর Aug 05, 2025
img
শুল্ক বাড়ানোর ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ভারতের Aug 05, 2025
img
ওপেন সোর্স সফটওয়্যারে ২০টি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল গুগলের এআই Aug 05, 2025
যে ৫টি কাজ করলে রিজিক বাড়ে | ইসলামিক জ্ঞান Aug 05, 2025
img
ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিল ডেনমার্কের আলবর্গ চিড়িয়াখানা Aug 05, 2025
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ডাক হান্নান মাসউদের Aug 05, 2025