বলিউডে একের পর এক চার্টবাস্টার আইটেম গান দিয়ে নজর কাড়ার পর এবার তেলেগু সিনেমায় পা রাখলেন মৌনি রায়। টলিউডের মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে বিশেষ গানে নেচে ঝড় তুলেছেন তিনি। ‘বিশ্বম্ভরা’ সিনেমায় গানটির কোরিওগ্রাফি করেছেন প্রখ্যাত গণেশ মাস্টার। শুধু মাত্র দু’দিনের শুটিংয়ের জন্য মৌনিকে পারিশ্রমিক দেওয়া হয়েছে ৪৫ লাখ টাকা।
মুম্বাই থেকে হায়দরাবাদ, মৌনির এই যাত্রা নিঃসন্দেহে বিশেষ কিছু। ইনস্টাগ্রামে চিরঞ্জীবীর সঙ্গে ছবি পোস্ট করে এই গানে কাজ করাকে ‘সম্মানের’ বলে উল্লেখ করেছেন মৌনি। সঙ্গে চিরঞ্জীবীর আতিথেয়তায় মুগ্ধ হয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। অভিনেত্রীর ভাষায়, ‘‘এত সুন্দর আতিথেয়তা পেয়েছি, আর চিরঞ্জীবীর হাতের বিরিয়ানি স্রেফ অবিশ্বাস্য!’’
‘মম্মি জি’, ‘ডিস্কো বলমা’ এবং ‘বৈঠে বৈঠে’র মতো হিট আইটেম গানে আগেই নিজের প্রতিভা প্রমাণ করেছেন মৌনি। তবে তুলনামূলকভাবে তার পারিশ্রমিক এখনও তুলনায় কম ,যেখানে পূজা হেগড়ে, শ্রিলীলা বা তামান্নার মতো অভিনেত্রীরা একটি গানের জন্য ১ থেকে ১.৫ কোটি রুপি পর্যন্ত নিয়ে থাকেন।
তবে বিশেষ পারিশ্রমিক নয়, বরং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করাই এখন মৌনির প্রধান লক্ষ্য। ‘বিশ্বম্ভরা’ সিনেমার এই গ্ল্যামারাস গানের মাধ্যমে একপ্রকার সেই পথেই পা রাখলেন তিনি।
এমকে/টিএ