ভারতীয় সিনেমায় যোগ হতে চলেছে আরেকটি বড় চমক। দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবার পা রাখতে চলেছেন ঋষভ শেট্টির তৈরি জনপ্রিয় কান্তারা ইউনিভার্সে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে ভাসছেন এনটিআরের ভক্তরা।
এনটিআর এখন ব্যস্ত তার বলিউড অভিষেক ওয়ার ২ নিয়ে। হৃতিক রোশনের সঙ্গে এই অ্যাকশনধর্মী ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। এরই মধ্যে শোনা যাচ্ছে, কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১ (মুক্তি ২ অক্টোবর) -এর পর পরিকল্পিত তৃতীয় কিস্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এনটিআরকে।
কান্তারা মুক্তির পর থেকেই এর অনন্য গল্প, লোকজ উপস্থাপনা এবং ভিজ্যুয়ালের প্রশংসা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। প্রথম ছবির বিপুল সাফল্যের পর ঋষভ শেট্টি প্রিক্যুয়েলের ঘোষণা দেন।
এবার এনটিআরের যুক্ত হওয়া গুজবটি যেন এই সিনেমাটিক ইউনিভার্সকে আরও ব্যাপক উচ্চতায় নিয়ে যাচ্ছে।
যদি বিষয়টি সত্যি হয়, তবে এটি হবে এক প্যান-ইন্ডিয়ান সহযোগিতা, যেখানে তারকার জনপ্রিয়তা আর লোকজ কাহিনির গভীরতা মিশে তৈরি হবে ভারতীয় সিনেমার অন্যতম উচ্চাভিলাষী সিনেমাটিক ইউনিভার্স।
এমকে/টিএ