হতাশার পর নতুন শুরু চায় বাংলাদেশ

সকল হতাশা পেছনে ফেলে ‘বাংলাদেশ’ ও ‘জিম্ববুয়ে’ দল দু’টি শুক্রবার থেকে শুরু হতে যাওয়া (১৩ই সেপ্টেম্বর) ত্রিদেশীয় টি-২০ সিরিজে অংশগ্রহণ করছে। আফগানিস্তানের কাছে ২২৪ রানের লজ্জাজনক টেস্ট পরাজয়ের পর বাংলাদেশ দলটি নিজেদের ভাগ্য ফেরাতে চেষ্টা করবে, যদিও  টি-২০ ফর্মেটে তাদের খুব বেশি সফলতা নেই। অন্যদিকে, সম্প্রতি ক্রিকেটের বিষয়ে সরকারের হস্তক্ষেপের কারণে সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেটের ওপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ে দলটিও নিজেদেরকে ক্রিকেটের মাধ্যমে প্রমাণ করতে মুখিয়ে আছে।

বিভিন্ন কারণে বারবার সংবাদের শিরোনাম হওয়া দুই দলের অধিনায়কদের দিকেই সবার মনোযোগ থাকবে। ২০০১ সাল থেকে জিম্বাবুয়ে দলটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা এই সিরিজের শেষ দিকে অবসর গ্রহণ করতে চলেছেন এবং নিজের অতি পরিচিত ভঙ্গিতেই তিনি শেষ করতে চাইবেন। অন্যদিকে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সের পরও দলীয় ব্যর্থতা নিয়ে বিশ্বকাপ শেষ করা সাকিব আল হাসান সম্প্রতি টেস্ট ক্যাপ্টেন হিসেবে নিদারুণ ব্যর্থ হয়েছেন। তিনি ইতিমধ্যে দলের নেতৃত্ব দানে অনিচ্ছা প্রকাশ করেছেন। তবে এই মুহূর্তে সব ভুলে বিশ্বকাপের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে আশাবাদী তিনি।

জিম্বাবুয়ের জন্য এই সিরিজ রাজনীতিকে পেছনে ফেলে নিজেদের ক্রিকেটের ক্ষমতাকে প্রমাণের মহাসুযোগ। অন্যদিকে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন, আয়োজক দেশের জন্য এই সিরিজ টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ। তবে তারা কতটা ভালো করতে পারবে, এবং কতটা দ্রুত সময়ের মধ্যে তা করতে পারবে সেটাই তাদের টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করবে। সিরিজটি তাদের দুঃখজনক ৫৭ হারের বিপরীতে ২৬ জয়ের অসামঞ্জস্যপূর্ণ চিত্রটি ঢেকে দিতে কিছুটা হলেও সাহায্য করতে পারে।

কখন: বিকাল ৫টা, ১৩ সেপ্টেম্বর, শুক্রবার, ২০১৯।

কোথায়: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

যা আশা করা যায়: পিচ অপেক্ষাকৃতভাবে ব্যাটিং বান্ধব হবে। বৃষ্টি হবার সম্ভাবনা কম।

দলের খোঁজ-খবর:

বাংলাদেশ: আয়োজক দেশটি তামিম ইকবালকে ছাড়াই খেলবে, তিনি বর্তমানে ছুটিতে আছেন, এবং সেকারণেই ভবিষ্যতের কথা ভেবে একটি দায়িত্বশীল ওপেনিং জুটির খোঁজ করবে দলটি। তারা প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে, যেখানে মেহেদি হাসান ও ইয়াসিন আরাফাতের মত অনভিজ্ঞ মুখও রয়েছেন।

দল: সাকিব আল হাসান (ক্যাপ্টেন), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত।

জিম্বাবুয়ে: আফ্রিকান দলটিতে এবার সিকান্দার রেজা থাকছেন না, তিনি নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়েছেন। তার অবর্তমানে মিডল-অর্ডারকে ভুগতে হবে। তবে ব্রান্ডান টেইলর, ক্রেইগ এর্ভাইন, সিন উইলিয়ামস এবং ক্রিস্টোফার মফুর মত অনেক অভিজ্ঞ খেলোয়াড় জিম্বাবুয়ে দলটিতে রয়েছেন। কোচ লালচাঁদ রাজপুতের মতে, “দলটি তরুণ ও অভিজ্ঞদের সুন্দর একটি সমন্বয়”।

দল: হ্যামিল্টম মাসাকাদযা (ক্যাপ্টেন), রেগিস চাকাবভা, রিচমন্ড মুতুম্বামি, সিন উইলিয়ামস, নেভিলে মাদজাভিদা, টিনোটেন্দা মতম্বোদজি, টনি মুনয়োঙ্গা, কেইল জার্ভিস, টিন্ডাই চাতারা, ক্রিস্টোফার মফু, ক্রেইগ এর্ভাইন, ব্রেন্ডান টেইলর, আইনসলে এনদলোভু, টাইমিসেন মারুমা, রায়ান বুরি।

আপনি জানেন কি?

- সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়তে মুস্তাফিজুর রহমানের প্রয়োজন আর মাত্র দু’টি উইকেট।

-১৫২৯ রান করা হ্যামিল্টন মাসাকাদযাই তার দেশের একমাত্র ব্যটসম্যান যিনি টি-২০ ক্রিকেটে এক হাজারের বেশি রান সংগ্রহ করেছেন।

-বাংলাদেশ এখনও কোনো ত্রিদেশীয় টি-২০ সিরিজ জেতেনি। সর্বশেষ খেলা ত্রিদেশীয় সিরিজ ‘নিদাহাস ট্রফি’র ফাইনালে তারা ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছিল।

সূত্র: ক্রিকবাজ ডটকম।

 

টাইমস/এনজে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেনকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে পারেনি: দাবি ট্রাম্পের Jul 15, 2025
img
যুবদের জনসম্পদে রূপান্তরে সরকার অঙ্গীকারবদ্ধ Jul 15, 2025
img
এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই : হান্নান মাসউদ Jul 15, 2025
img
বাংলাদেশে বিনিয়োগে মিশরীয় উদ্যোক্তাদের আহ্বান রিজওয়ানা হাসানের Jul 15, 2025
img
ঘরের মাঠে মাত্র ২৭ রানে গুটিয়ে লজ্জায় ওয়েস্ট ইন্ডিজ Jul 15, 2025
img
আজ মেঘাচ্ছন্ন থাকবে ঢাকার আকাশ Jul 15, 2025
img
জার্মানি আবারও বিপজ্জনক হয়ে উঠছে: দিমিত্রি পেসকভ Jul 15, 2025
img
রুশ তেল আমদানিকারকদের ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের Jul 15, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কিনশাসা, ঢাকার অবস্থান ১৯তম Jul 15, 2025
img
টাকা চুরির পর বাড়ির কাজের লোক আমাকে দেয়ালে চেপে ধরে: কাশিশ Jul 15, 2025
img
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৮ জন নিহত Jul 15, 2025
img
দুপুরের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 15, 2025
img
ই-কমার্স ও ক্রাউডফান্ডিংয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক Jul 15, 2025
img
গৃহশ্রমিকের অধিকার নিশ্চিতের দাবি, পৃথক আইন প্রণয়নের তাগিদ Jul 15, 2025
img
জামালপুরে অটোরিকশা চালককে মারধর করায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিত Jul 15, 2025
img
১৪ জুলাই স্মরণে জাবি শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদী মিছিল Jul 15, 2025
img
১০০তম টেস্টে স্টার্কের ৪০০ উইকেট, ৩-০ ব্যবধানে সিরিজ জয় অস্ট্রেলিয়ার Jul 15, 2025
img
ভৈরবে বাসচাপায় প্রাণ গেল ২ জনের Jul 15, 2025
img
সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল Jul 15, 2025
img
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের নাম সংস্কার Jul 15, 2025