চোখের এক পলকে গোটা দেশকে মুগ্ধ করেছিলেন তিনি। সেই ভাইরাল উইঙ্কের মাধ্যমেই আলোচনায় আসা মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার এবার ধরা দিলেন একেবারে নতুন রূপে। সম্প্রতি এক ফটোশুটে পাঞ্জাবি সাজে তাক লাগিয়ে দিয়েছেন প্রিয়া।
লাল রঙের কুর্তা, খোলা পালাজ্জো প্যান্ট, ঝুমকা, বিনুনি করা চুল, সুচারু নকশার ওড়না আর নাকের নথ—সব মিলিয়ে পুরোপুরি পাঞ্জাবি রূপে নিজেকে তুলে ধরেছেন তিনি। কপালে ছোট্ট টিপ আর হালকা সাজেই যেন চূড়ান্ত পরিণতি পেয়েছে তাঁর লুক।
এই ফটোশুটের ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মাঝে আবারও আলোচনায় উঠে এসেছেন প্রিয়া। অনেকেই বলছেন, এতদিনে যেন পরিপূর্ণতার ছোঁয়া পেলেন তিনি। স্টাইল ও রুচির মিশেলে এই রূপে তাঁকে দেখে মুগ্ধ নেটজনতা।
চলতি বছরের শুরুতেই ‘গুড ব্যাড আগলি’ ছবির একটি বিশেষ গানে দেখা গিয়েছিল প্রিয়াকে। গানটি অনলাইনে ব্যাপক সাড়া ফেললেও, এরপর আর কোনো বড় ছবির ঘোষণা আসেনি তাঁর তরফে।
তবে এই ঝলমলে ফটোশুট দেখে অনেকেই আশাবাদী—চুপচাপ থাকলেও খুব শিগগিরই বড়পর্দায় ফিরতে পারেন প্রিয়া। একসময়ের ভাইরাল তারকা এবার যেন ধীরে ধীরে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছেন।
এফপি/ টিএ